বাবর আজম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচে করেছেন ২২৮ রান। কোহলিকে টপকে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাবর। ১২৫৮ দিন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। পাকিস্তানের এই অধিনায়ক শীর্ষে উঠে আসায় অবসান ঘটেছে কোহলির রাজত্বের।
এর আগে ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্যার ভিভ রিচার্ড। কোহলি ও ভিভ রিচার্ডের মতো দীর্ঘদিন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে চান বাবর। ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন বাবর। দুইয়ে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। এর আগে ১৯৮৩-৮৪ সালে জহির আব্বাস, ১৯৮৮-৮৯ সালে জাভেদ মিয়াদাদ এবং ২০০৩ সালে মোহাম্মদ ইউসুফ এক নম্বরে উঠেছিলেন।
শীর্ষে উঠার পর বাবর বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের আরও একটি মাইলফলক। স্যার ভিভ রিচার্ড ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর পর্যন্ত এবং কোহলি ১২৫৮ দিন শীর্ষ ছিল। এরকম দীর্ঘসময় র্যাঙ্কিংয়ে থাকতে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ব্যাট হাতে ধারাবাহিক হতে হবে।’
ওয়ানডেতে নাম্বার ওয়ান হলেও টেস্টে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন বাবর। টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি। টি-টোয়েন্টিতে এর আগে এক নম্বরেও ছিলেন দীর্ঘদিন।