সুইডেনের বিপক্ষে আগের ম্যাচে পাসের রেকর্ড গড়েও গোল পায়নি স্পেন। গোলশুন্য ড্র করেছিল তারা। আজ পোল্যান্ডের বিপক্ষে পাসের রেকর্ড হয়নি কিন্তু গোল পেয়েছে স্পেন। এমন একজনের কাছ থেকে, যিনি সুইডেনের বিপক্ষে মিসের মহড়া দিয়ে তোপের মুখে ছিলেন। আলভারো মোরাতা!
আবার এই মোরাতাকেই আজ পোল্যান্ডের বিপক্ষে স্পেনের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে কাঠগড়ায় তোলা যায়। তবে মোরাতার আগে কাঠগড়ায় দাঁড়াতে হবে জেরার্দ মোরেনোকে।
লুইস এনরিকের মূল একাদশে ফেরা এই ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করতে পারেননি। তাঁর শট গোলপোস্টে লেগে ফিরতি বল পেয়ে জালে পাঠাতে পারেননি মোরাতাও।
শেষ দিকে কয়েকবার জটলার মধ্য থেকে গোলের সুযোগ পেয়েছে স্পেন। খুব কাছ থেকে ফেরান তোরেস ও মোরাতার গোলের চেষ্টা রুখে দেন পোলিশ গোলকিপার ভয়চেখ সেজনি। শেষ দিকে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি।
দুই অর্ধ মিলিয়ে মোট ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে, গোলপোস্টে ৫টি শট নিয়েও স্পেনের এই জয়বঞ্চিত থাকা ভাবাবে কোচ এনরিকেকে।