সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১। তোপখানা রোডস্থ হোটেল এশিয়া ও রিসোর্টের ক্রাউন হলে উদ্বোধন হয়েছে খেলা
বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
এ সময় এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী পরিচালক আবুনদো কাস্তো, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, প্রধান বিচারক মো. হারুন অর রশিদ, শ্রীলংকা দাবা ফেডারেশনের সভাপতি লক্ষণ বিজয়সুরিয়া, দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য আন্তজাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় মোট ৩৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলসহ ২১ জন, মালদ্বীপ হতে ২ জন, নেপাল হতে ৩ জন, পাকিস্তান হতে ১০ ও শ্রীলংকার হতে ৩ জন খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ দাবা ইভেন্টের চ্যাম্পিয়ন আগামী ১০ জুলাই হতে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠেয় ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতার বিজয়ীদের নগদ তিন হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। আগামীকাল (বুধবার) বিকাল ৩-০০ (তিন) টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।