পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলনে সরবরাহ করা পানীয় কেউ সরিয়ে রাখলে তার মাশুল গুনতে হবে দলকে। এমন ঘোষণা দিয়েছে উয়েফা।। পগবা কাণ্ডে বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যানিকেনের ক্ষতির পরিমাণ কেমন ছিল সেটা প্রকাশ্যে আসেনি। কিন্তু ইউরোর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো যে বিষয়টি ভালোভাবে নেয়নি তা স্পষ্ট। তারই প্রতিফলনে আয়োজকদের পক্ষ থেকে এবার এসেছে কড়া সিদ্ধান্ত।এদিকে রোনালদো-পল পগবাদের এমন ঘটনায় যখন ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে, তখন মজার এক কাণ্ড ঘটিয়ে বসেছেন রাশিয়ার কোচ স্ত্যানিসলাস শেরচেশভ। টেবিলে থাকা কোকের বোতল তিনি শুধু সরাননি, ছিপি খুলে সংবাদমাধ্যমের সামনেই সাবাড় করে দেন কোমল পানীয়। এমন আচরণের পুনরাবৃত্তি হলে উয়েফা কী করবে, তার অবশ্য সিদ্ধান্ত আসেনি এখনো। ক্রিস্টিয়ানো রোনালদোর এমন কাণ্ডের পর কঠিন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও ধারণা করা হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পল পগবা বিয়ারের বোতল সরিয়েছেন বলেই কঠোর অবস্থানে গিয়েছে উয়েফা।নিছক দুষ্টুমির ছলে ছলে নাকি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে? ঠিক কী কারণে প্রেস কনফারেন্সে কোকের বোতল সরিয়ে পানি হাতে তুলে নিয়েছিলেন রোনালদো, সেটা স্পষ্ট নয়! কিন্তু এই ঘটনার জল যে অনেক দূর গড়াবে সেটা ছিল অনুমিত। পরে ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা আর ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি একই ধরনের কাণ্ড ঘটালে বিষয়টা হয়ে যায় আগুনে ঘি ঢালার মতো।ক্রিস্টিয়ানো রোনালদোর খামখেয়ালিতে বেশ রকমের আর্থিক ক্ষতির মুখে পরে কোকাকোলা
রোনালদোর মতো ঘটনা ঘটালে শাস্তি পেতে হবে
