রোনালদোর রেকর্ড গড়ার রাতে হারতেই হলো হাঙেরিকে। মঙ্গলবার (১৫ জুন) রাতে ইউরোর গ্রুপ অফ ডেথে শুভ সূচনা করল পর্তুগিজরা। হাঙেরিকে হারাল ৩-০ গোলে। ম্যাচে জোড়া গোল করে মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন সিআর সেভেন। সঙ্গে নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যাটাকেও নিলেন আলি দায়ি’র আরেকটু কাছে।হাঙেরির পুসকাস অ্যারেনা। ম্যাচের আগেই যা সংবাদের শিরোনাম। এক বছর ধরে যে দৃশ্য দেখার অপেক্ষায় পুরো বিশ্ব, তাই দেখাল হাঙেরিয়ানরা। ৬০ হাজার দর্শকে ভরপুর পুসকাস। এর মাঝেই তানেল থেকে বের হন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ৫ম ইউরো খেলতে মাঠে নামেন পর্তুগিজ রাজপুত্র। রেকর্ড বুকে লেখা হয় নতুন ইতিহাস।কিক অফ হতেই মাঝ মাঠ দখলে নিয়ে আক্রমণে উঠে বার্নার্ডো সিলভা-ব্রুনো ফার্নান্ডেজরা। এর মাঝে ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল, যদি দিয়েগো জোতা নিজে কিক না নিয়ে বাঁ পাশে পাস দিতেন রোনালদোকে।সময় যত গড়িয়েছে ম্যাচে আধিপত্য ততই হারিয়েছে সান্তোস বাহিনী। সঙ্গে মেজাজটাও হারিয়েছে হাঙেরির ৬০ হাজার দ্বাদশ সদস্যের কল্যাণে। রেফারির চোখ রাঙানিগুলো মনোবলে আঘাত করে পর্তুগালের। ২৫ মিনিটে প্রতিশোধটা প্রায় নিয়েই নিয়েছিল বার্নার্ডো সিলভা। কিন্তু, মার্কো রসি শিষ্যদের জমাট ডিফেন্স অতিক্রম করা হয়নি তার।
রোনালদোর পর্তুগাল ৩-০ গোলে হারালো হাঙ্গেরিকে
