উত্তেজনায় কাঁপছে ফুটবল–দুনিয়া, অধীর অপেক্ষায় সবাই। ১৪ বছর পর কোনো ফাইনালে দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার। ১০৭ বছরের ইতিহাসে এর মাগে মাত্র চারবার কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা। এরই মধ্যে ম্যাচের স্কোর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, তাঁর দেশ নাকি এ ম্যাচ ৫-০ ব্যবধানে জিতবে!
এতটা আত্মবিশ্বাসী কেন বলসোনারো? তবে কি ম্যাচের ভাগ্য আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। আর্জেন্টাইন পত্রপত্রিকা এরই মধ্যে ফাইনালের রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দুশ্চিন্তা ফাইনালের দায়িত্বে থাকা এস্তেবান ওস্তোজিচকে নিয়ে। আর্জেন্টাইন পত্রিকা টিওয়াইসি স্পোর্ত ওস্তোজিচের আগের সব ‘কীর্তি’ লিখে জানিয়েছে ফাইনাল নিয়ে তাদের দুশ্চিন্তার কথা।
কিন্তু ব্রাজিলের বিপক্ষে গত কোপা আমেরিকার ম্যাচটাই যত সন্দেহের জন্ম দিচ্ছে। সে ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ব্রাজিলের পক্ষে গিয়েছিল। ২-০ ব্যবধানে শেষ হওয়া সে ম্যাচে দুটি পেনাল্টির আবেদন পক্ষে পাননি মেসিরা। এ নিয়ে ম্যাচ শেষে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন মেসি।
ওস্তোজিচের পরিচালনায় এর আগে একটি ম্যাচই খেলেছে আর্জেন্টিনা। ২০১৮ সালে কোচ স্কালোনির শুরুর দিকে মেক্সিকোর বিপক্ষে এক ম্যাচে ছিলেন এই রেফারি। সে ম্যাচে ২-০ গোলেই জিতেছিল আর্জেন্টিনা এবং সে ম্যাচে কোনো বিতর্কও জন্ম দেয়নি।
এবারের টুর্নামেন্টে তিন ম্যাচে দায়িত্ব পালন করেছেন ওস্তোজিচ। এর মধ্যে ব্রাজিলের ম্যাচ ছিল একটি। ভেনেজুয়েলার বিপক্ষে সে ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে ও পেরুর ম্যাচটা বিতর্কের জন্ম দিয়েছে।