ইব্রাহিমোভিচ বুড়ো বয়সে এসে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন । এসি মিলানের সঙ্গে ৩৯ বছর বয়সে আরো এক বছরের জন্য চুক্তি নবায়নকরতে যাচ্ছেন ,জানিয়েছে স্কাই স্পোর্টস। এদিকে, ওয়েস্টহ্যাম মিডফিল্ডার ডেকলান রাইস ইনজুরিতে পড়েছেন।চার সপ্তাহের জন্য মাঠের বাইরেথাকতে হবে এ ইংলিশ ফুটবলারকে। ফলে, ইউরো’তে আর তাকে পাচ্ছেন না গ্যারেথ সাউথগ্যাট।বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েই যাচ্ছেন জলাতানইব্রাহিমোভিচ এসি মিলানের হয়ে একের পর এক ম্যাচে মাঠে নামছেন, আর এ বয়সে এসেও গোল করছেন ।
তাতেও কি থেমেছে তার চমকের বাহার! বরং তা আর বেড়েছে অ্যান্ডারসনের ডাকে।
জাতীয় দলে আবারো ফিরেছেন ৫ বছর পর। গোল না করলেও, দলের জয়ে রেখেছেন বড় অবদান।
এমন একটা লাকি চার্মকে তাই কে বা হারাতে চাইবে? তাই, গুঞ্জন উঠেছে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে আরো এক মৌসুমের চুক্তি করতে যাচ্ছে এসি মিলান। স্কাই স্পোর্টসের এ সংবাদে,অবাক হলেও অবিশ্বাস করার উপায় নেই। কারণ, নামটা যে ইব্রাহিমোভিচ। আর তার ক্যারিয়ারে যে অসম্ভব বলে কিছু নেই।
বয়স কেবলই একটা সংখ্যা চল্লিশেও ‘তরুণ’ বললেন ইব্রাহিমোভিচ
