ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে বুধবার আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের বাবর আজম। সর্বশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭, অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২৫৭ দিন ধরে টানা এক নম্বর ব্যাটসম্যান ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তাকে পেছনে ফেললেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে পর বিরাট কোহলি কে সরিয়ে এখন এক নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।
দক্ষিণ আফ্রিকা সিরিজের দুর্দান্ত ব্যাটিং করেছেন বাবর আজম। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ দক্ষিণ আফ্রিকা সিরিজে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন বাবর।
যার মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট। সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৫ এবং কোহলির চেয়ে এগিয়ে গেছেন ৮ পয়েন্টে।
২০০৮ সালে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক কোহলির ক্যারিয়ারটা বাবরের ক্যারিয়ারের চেয়ে লম্বা। বাবর অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপ খেলেছিলেন ২০১২ সালে। সে বিশ্বকাপে বাবরকে ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
সমানসংখ্যক ম্যাচ খেলে বাবরের চেয়ে ৭৮ রান বেশি করে এনামুল হক বিজয় হয়েছিলেন বিশ্বকাপের সেরা রানসংগ্রাহক।
৬ ম্যাচে ৬০.৮৩ গড়ে বিজয় করেছিলেন ৩৬৫ রান। তার স্ট্রাইকরেট ছিল ৮৫.০৮।
১২৮ রানের একটি ইনিংসও খেলেছিলেন তিনি। অন্যদিকে, বাবরের সংগ্রহ ছিল ২৮৭ রান। তার গড় ছিল ৫৭.৪০ ও স্ট্রাইক রেট ছিল মাত্র ৬৫.৫২।
বিজয় পরে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। অন্যদিকে বাবর আজম এখন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক।
ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, টেস্টে রয়েছেন সেরা ৬-এ আর টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে বাবরের চেয়ে বিজয়কেই বেশি প্রতিভাবান মনে করা হতো। প্রতিভার কি দারুণ অপচয়!