দুই রাজকন্যার পর এবার সাকিব–শিশির দম্পতির ঘর আলো করে এসেছে এক রাজপুত্র।
সাকিব আল হাসান তার ফেসবুকের স্ট্যাটাস আর মাধমে জানান তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। তিনি বর্তমানে ৩ সন্তানের বাবা। বড় মেয়ে আলায়না ও ছোট মেয়ে এরাম। এবার তার পুত্র সন্তানর হয়েছে। সাকিব তার স্ট্যাটাসে লিখেছেন,
আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এই দম্পতির ঘরে তিন সন্তান। বড় কন্যার নাম আলায়না হাসান অব্রি। আর দ্বিতীয় কন্যা সন্তান এরাম হাসান।