বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার । খ্যাত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে । তিনি পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। এই সাবেক ক্রিকেটারকে এবার অনন্য এক সম্মান দেওয়া হলো । তার নামে পাকিস্তানের একটি স্টেডিয়ামের নামকরণ করা হলো । শোয়েব আখতারের নামে খান রিসার্চ ল্যাবরেটরিজ স্টেডিয়ামের নতুন নামকরণ করা হলো ।
শোয়েব আকতার রাওয়ালপিন্ডির ছেলে । তাই সম্মানে তার এই নামকরণ। রীতিমতো অবাক এবং আবেগাপ্লুত হয়েছেন শোয়েব আখতার নিজের নামে স্টেডিয়াম দেখে । এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছন ।
টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামকে নামে নামকরণ করা হয়েছে শোয়েব আখতার স্টেডিয়াম । এটা দেখে খুব সম্মানিত বোধ করছি আমি । আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার সত্যিই এমন ভালোবাসা ও শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’
নিজের নামে শোয়েব আখতার স্টেডিয়াম দেখে আপ্লুত
