গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি জানান নারী ফুটবলাররা। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩১ জন খেলোয়াড়ের বেতন-ভাতা বাড়িয়ে নতুন করে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
আজ (বুধবার) এক অনুষ্ঠানের মাধ্যমে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাফুফে। নারী ফুটবলারদের দাবি ছিল মাসিক ৫০ হাজার টাকা বেতনের। বাফুফে সেই দাবি মেনে নিয়েছে। ৩১ জন ফুটবলারের মধ্যে ১৫ জন ৫০ হাজার টাকা, ১০ জনের ৩০ হাজার, বাকি ছয় জন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। এছাড়া ম্যাচ ফিসহ অন্য সুবিধাদি বেড়েছে।
নারী ফুটবলারদের বেতন দ্বিগুণের বেশি করেছে বাফুফে। এই অর্থের যোগান সম্পর্কে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরও বেশি দিতাম।’
বাফুফে প্রধান আরও বলেন, ‘ঈদ বোনাসটা দিতে পারিনি। ফুটবল বিশ্বে ঈদ, ক্রিসমাস বোনাস নাই। এছাড়া বেতন বৃদ্ধি, ম্যাচ খেলাসহ অন্যান্য সবই করা হয়েছে।’
নারী ফুটবলারদের প্রতি সালাউদ্দিনের প্রত্যাশা, ‘ওরা ভালো পারফরম্যান্স করুক। পারফরম্যান্স করে আরও পাঁচ গুণ দাবি করুক এটা আমি চাই। সেটা আমি না পারি, আরেকজন এসে দেবে।’