একদশক সাইকেল লেন দিবস কেসামনে রেখে ” দুর্ঘটনা ও নিরাপত্তা রক্ষার্থে সাইকেলিস্টদের প্রাণের দাবীতে প্রতি বছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে,নির্দিষ্ট দূরত্ব মেনেই” সাইকেল লেন দিবসের ব্যাপক আয়োজন স্থগিত করে নগরের বিভিন্ন সড়কের সচেতনতা প্রচার বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস,ঢাকা বিশ্ব বিদ্যালয় সাইক্লিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি,তানভীর হোসেন শান্ত, ঢাবির সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক,আলী নেওয়াজ শান্ত, বুয়েট সাইক্লিং ক্লাবের প্রতিনিধি ফিলিপস তালুকদার সহ বিভিন্ন সাইকেলিস্টদের আজ ঢাবিতে দেখা যায় সীমিত পরিসরে ব্যতিক্রম প্রচারণা করতে।
পরিষদের সভাপতি গণমাধ্যমকে দুঃখু প্রকাশ করে বলেন, নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে,সচেতনতাই একমাত্র সুস্বাস্থ্যের অঙ্গীকার, এ দুঃসময় কেটে গিয়ে আমরা সাইক্লিস্টরা আবার একত্রিত হব,সামরিক অসুবিধায় দেশ ও জাতির স্বার্থে সংক্রমিত মানুষের সংস্পর্শ কমাতে সাইক্লিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি সপ্তাহে একদিন করে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যায় যায় উদ্যোগে চালিয়ে যাবার আহবান,পরিবর্তিত আয়োজন অবগত করা হবে।