খেলা থামিয়ে মাঠেই ইফতার সারলেন তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা। দেশটির লিগ ফুটবলে প্রথম রমজানে এমন ঘটনা ঘটে।
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে গেল বছরের মতো এবার নানা বিধিনিষেধ মেনে রমজান পালন করছেন বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলিমরা।
ম্যাচের তখন সবে ১০ মিনিট। আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান। ৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।
মঙ্গলবার তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফাস্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।