আরেকটি ব্যর্থ সফর যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন কুমার দাসের। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বেলা ১২টায় অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সফরকারীরা।ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ । চোটের কারণে তিনি না থাকায় শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস।
আজ (১ এপ্রিল) বিসিবি এক বিজ্ঞপ্তিতে লিটন কুমার দাসের অধিনায়কের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে সিরিজ শেষ করে দেশে ফিরেছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম পিঠ আর আঙুলের চোট নিয়েও ওয়ানডে সিরিজ লড়ছেন । তবে গেল দুটি টি-টোয়েন্টির একটিতেও মাঠে নামতে পারেননি তিনি।
মাহমুদুল্লাহ রিয়াদও দলের সিনিয়ির খেলোয়াড় সঙ্কটের মধ্যে এবার বাদ পড়লেন । সব মিলিয়ে বাংলাদেশ দলের ১৮তম অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের স্বাদ পাচ্ছেন লিটন।
বৃহস্পতিবার সফরের শেষ ম্যাচে কিউই দলপতি টিম সাউদির সঙ্গে লিটনকে টস করতে দেখা যাবে তাকে। যদিও লিটনের নিউজিল্যান্ড সফর একেবারেই ভালো যাচ্ছে না । আগের তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি শেষ পাঁচ ম্যাচ ১৯, ০, ২১, ৪ ও ৬ করে সর্বসাকুল্যে ৫০ রান এসেছে তার ব্যাট থেকে।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে ইংল্যান্ডের সর্বোচ্চ ২৪৫ রানের ইনিংসের রেকর্ড আছে । এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত বাংলাদেশ কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি ।