আবারো মাঠের বাইরের কর্মকান্ডের জন্য আলোচনায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সংবাদ সম্মেলনে বিজ্ঞাপনী সংস্থার পানীয় সরিয়ে দিয়ে আলোচনার খোরাক হয়েছেন তিনি।
রোনালদোর এমন কান্ডকে অনেকেই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একধরণের বার্তা হিসেবে দেখছেন। তবে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রতি এমন মনোভাব তিনি দেখাতে পারেন কিনা, সেটিও উঠে এসেছে আলোচনায়। এরইমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলেও জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। ইউরোর আয়োজক উয়েফা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো।
আজ রাতে হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোর দল পর্তুগাল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন সিআরসেভেন। এসেই টেবিলে থাকা ইউরোর অন্যতম পৃষ্ঠপোষক কোকাকেলার দুটি বোতল সরিয়ে দেন তিনি। এরপর হাতে থাকা পানির বোতল দেখিয়ে বলেন, কোক নয়, পানি খান।