বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের এক লাইভ সেশনে এসে এবারের আইপিএল নিয়ে কথা বলেছেন ।সেশনটিরচুম্বক অংশ নিয়ে একটি ভিডিও কেকেআরের ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে। শনিবার রাতে পোস্ট করা ভিডিওতে সাকিববলেছেন, ২০১২ ও ২০১৪ সালের আইপিএল নিয়ে আমাদের অসাধারণ কিছু স্মৃতি আছে। আমি আশা করি আমরা আবার তেমন পারফরম্যান্স করতেপারব।কলকাতা নিজের বাড়ির মতোই উল্লেখ করে সাকিব বলেন, কলকাতার সব কিছুই ভালো লাগে। এখানে ঘুরতে যেতে চাইলে আমি যেতে পারি।
এমনকি এখানকার হোটেলে থাকলেও মনে হয় যেন আমি নিজের বাড়িতেই আছি। অনুভব করি আমার বন্ধু বা পরিবার যেন আশেপাশেই আছে।এ কারণেই এবারের আইপিএলে আমি কলকাতাকে সবচেয়ে মিস করব।এবার ইডেন গার্ডেনে খেলতে না পারার প্রসঙ্গে তিনি বলেন, আমি এবার সবচেয়ে বেশি মিস করব ইডেন গার্ডেনে ৭০ হাজার কেকেআর ফ্যানের উল্লাস। এটা আসলে এক অবিশ্বাস্য অনুভূতি। এটা আমি ভারতের অন্য কোথাও পাব না।
কলকাতার সবকিছুই ভালো লাগে: সাকিব
