পয়েন্ট টেবিলের জটিল সমীকরণে দারুণ উত্তাপ ছড়াচ্ছে ‘এফ’ গ্রুপের চার দল। কোন দলের ভাগ্যে জুটবে নকআউট পর্ব?
গ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ যাকে বলে। গ্রুপ ‘এফ’ এ থাকা চার দল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল কিংবা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর দুর্বল হাঙ্গেরি। এই চার দলেরই সম্ভাবনা আছে ইউরো আসরের নকআউট পর্বে খেলার। পয়েন্ট টেবিলের জটিল সমীকরণে দারুণ উত্তাপ ছড়াচ্ছে এই চার দল। কিন্তু কোন দলের ভাগ্যে জুটবে নকআউট পর্ব? তারই বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
রোনালদো তো গোল করেননি যেন মৌচাকে ঢিল ছুঁড়েছেন। কারণ ওই গোল খাওয়ার পরই জার্মানি সুনামির মতো আছড়ে পড়েছিল পর্তুগালের ওপর। ৩৫ থেকে ৬০ এই ২৫ মিনিটের ব্যবধানে পর্তুগিজদের জালে হালি গোল দিয়েছে জার্মানরা।
পর্তুগালকে হারাতেই হতো। নয়তো আসর থেকে বিদায় ঘণ্টা বাজতো জার্মানদের। দারুণ জয়ে স্বপ্ন টিকেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তার আগে দুই ঘণ্টা হওয়া এক ম্যাচে ডেথ গ্রুপের মাত্রাকে বাড়িয়েছে বহু গুণ। দুর্বল হাঙ্গেরি রুখে দিয়েছে ফ্রান্সের বিজয় মিছিল। যে কারণে দারুণভাবে জমে উঠেছে ডেথ গ্রুপের লড়াই। চার দলেরই সম্ভাবনা আছেন নকআউট পর্বে খেলার।
কিন্তু কিভাবে? পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা ফ্রান্স সংগ্রহ ৪ এরপর সমান ৩ করে পয়েন্ট জার্মানি ও পর্তুগালের। তলানিতে থাকা হাঙ্গেরিরও সম্ভাবনা আছে নকআউট পর্বে খেলার।