ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে দুই মৌসুম একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুমে মেসি খেলবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। শনিবার ছিল মেসির ৩৬তম জন্মদিন। বিশেষ এই দিনে সদ্য সাবেক সতীর্থ এমবাপ্পের উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন মেসি।
ইনস্টাগ্রামে মেসিকে শুভেচ্ছা জানাতে গিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির হাত ধরে রাখা একটি ছবি আপলোড করেছেন এমবাপ্পে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন কিংবদন্তী। আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে সম্ভাব্য সেরা একটি দিন কাটুক। প্যারিসে একসঙ্গে কাটানো দুই বছরের জন্য ধন্যবাদ।
একজন খেলোয়াড়, সতীর্থ, প্রতিপক্ষ ও মানুষ হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার নতুন অভিযান শুভ হোক।’
মেসির পর এমবাপ্পে পিএসজি ছাড়ছেন বলে জোর গুঞ্জন। সেখানে মেসির দেওয়া পরামর্শের প্রভাব আছে কিনা সেটি আলোচনার বিষয়।প্যারিস ছাড়ার আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়ে গেছেন মেসি।