ইতিহাস গড়লেন টাইগার ব্যাটাররা। আগের ম্যাচের নায়ক শান্ত এই ম্যাচেও মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যাবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী।
আজ বিকেল ৩টায় মিরপুরের শের-ই-বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিংয়ে নেমে বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে মিরাজ একাই নেন ৪ উইকেট।
১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমেও ইংলিসজ বোলারদের বোলিংয়ে বেশ ভুগতে হয়েছে টাইগার ব্যাটারদের।
শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিলো ১৩ রান। ১৯তম ওভারে ক্রিস জর্ডানের প্রথম বলেই বলে বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যান শান্ত। ওই ওভারের চতুর্থ আর পঞ্চম বলে টানা দুই চারে বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়ান তাসকিন আহমেদ।
৪ উইকেটে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত আর তাসকিন।আগের ম্যাচেই ফিফটি করে ম্যাচসেরা হওয়া শান্ত আজও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ৪৭ বলে ৪৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে।
আজকাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ শুরুর আগে নানারকম তামাশা করতে দেখা যায় ধারাভাষ্যকার থেকে শুরু করে সঞ্চালিকাদের। তাদের হাসি-ঠাট্টা নতুন কোনো ঘটনা নয়। তাই বলে নারী সঞ্চালককে কোলে তুলে ঘুরানো? চমকপ্রদ এই ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। অবশ্য এর আগে আইপিএলেও এমন দৃশ্য দেখা গেছে।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শুরুর আগে মাঠে দাঁড়িয়ে আলোচনা করছিলেন নারী সঞ্চালক এরিন হল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানি মরিসন। ব্যক্তিগত জীবনে এরিন হল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিংয়ের স্ত্রী। মাঠে কথা বলতে বলতে হঠাৎই এগিয়ে এরিনকে এক হাতে কোলে তুলে নেন মরিসন। তার পরে কয়েক পাক ঘোরেন। মরিসনের এই কাণ্ডে প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে হাসতে দেখা যায় এরিনকে।
সোশ্যাল সাইটে নিজেই এই ঘটনার ভিডিও পোস্ট করে এরিন ক্যাপশনে লিখেছেন, ‘কাকু, তোমাকে ভালবাসি।’ জবাবে মরিসন লিখেছেন, ‘সব সময় যে কোনো কিছুর জন্য তৈরি থেকো।’ মজার মজার কথা ও ধারাভাষ্য দেওয়ার ভঙ্গির জন্য মরিসন বেশ জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন লিগে তিনি ধারাভাষ্য দিয়ে বেড়ান। ধারাভাষ্যকে উপভোগ্য করে তোলার জন্য তার চাহিদা সর্বত্র। এর আগে এই মরিসনই আইপিএলের এক চিয়ার লিডারকে কোলে তুলে নিয়েছিলেন! এছাড়া আইপিএলের নারী সঞ্চালক করিশ্মা কোটাকের সঙ্গেও একই কাজ করেন।
দেখুন ভিডিও:
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটে বলে সাকিবের অনবদ্য পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে ৫০ রানে জয় তুলে নেয় টাইগাররা। দারুণ এই জয়ের পর আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। ২১ ম্যাচে ১৩টি জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে চারে উঠে এসেছে টাইগাররা। আর এতেই কপাল পুড়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।
বাংলাদেশের সমান পয়েন্ট থাকা বাবর আজমরা নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে। আর ১৮ ম্যাচে ১২টি জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে ওয়ার্নার-স্মিথরা।
উল্লেখ্য, আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। যে তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। এই দৌড়ে লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ১৫৫ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে সবার ওপরে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এর পর ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। আর ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভারত। এর ঠিক পরের অবস্থানেই আছে বাংলাদেশ।
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এ টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।
বৃহস্পতিবার ঢাকায় এসে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে বিকাল ৩টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
তার আগমন প্রসঙ্গে বুধবার গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল জানিয়েছেন, আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই; কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি।
তিনি আরও বলেন, আমি উনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা, উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।
আতিকুল বলেন, ঢাকার সঙ্গে কলকাতার একটা আলাদা ভালোবাসার বন্ধন রয়েছে। সৌরভ এখানে অনেক খেলেছে। তাকে বলেছি, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম যেখানে, সেই এলাকার মেয়র আমি। সুতরাং তুমি এসে আমাদের মেয়র কাপের উদ্বোধন করে দিয়ে যাও। সৌরভ সানন্দে রাজি হয়েছে।
আতিকুল আরও বলেন, ক্রিকেটের অনেক তারকা আছেন কিন্তু সৌরভকে বেছে নেওয়ার কারণ উনি একজন বাঙালি। ঢাকায় এসে যদি উনি দাদাগিরি দেখাতে পারেন, তাহলে অসুবিধা কী? তাকে আমাদের টুর্নামেন্টের জন্য আনার কাজটা এত সহজ ছিল না। তার এজেন্ট আছে, ম্যানেজার আছে; কিন্তু এরপরও তার সঙ্গে যোগাযোগ করেন আমাদের ছোট ভাই মিঠু (বিসিবির পরিচালক ইফতেখার রহমান)। সে সৌরভের ঘনিষ্ঠ বন্ধু। যে কারণে সহজেই আমরা সৌরভকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা গ্র্যান্ডস্লাম থেকে অবসর নিয়েছেন আগেই। এ মাসেই দুবাই ওপেন খেলে টেনিস থেকে অবসর নেবেন। তবে খেলা থেকে অবসর নিচ্ছেন না তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নারী দলের ক্রিকেট পরামর্শদাতা হিসাবে যোগ দিতে চলেছেন তিনি। আরসিবির তরফে এ খবর জানা গেছে।
আরসিবি টিভিতে বলেছেন, প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। তবে এখন বেশ উত্তেজিত। আমি ছোট মেয়েদের বোঝাতে চাই যে, খেলাধুলাকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। আগামী প্রজন্মকে নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাব এবং বলব— সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করা যায়।
তার কথায়, ছোট মেয়েদের সঙ্গে সবার আগে মানসিক ব্যাপারে কথা বলতে চাই। দীর্ঘ ২০ বছর টেনিস খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আশা করি তাই দিয়ে ওদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারব এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারব। একা মেয়ে হিসাবে এতদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলতে গিয়ে একাকীত্ব তৈরি হয়েছে। তার থেকেও বেশি ছিল প্রত্যাশার চাপ। সেই ব্যাপারগুলো কীভাবে সামলাতে হয় সেটি শেখাতে চাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণ করা দলগুলোর মধ্যে একটি। শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ভুল করে আরসিবি দলের নাম লিখে পোস্ট দেন। আর এ কারণেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
সারা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম লেখায় হাসাহাসির রোল পড়ে যায়। পরে সারা লিখেছেন- ‘আমি ভুল করে আরবিসির পরিবর্তে আরসিবি লিখেছি।’
অবাক হওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরসিবিকে অনুসরণ করেন না সারা। তার বাবা শচীন আইপিএল শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। গত দুই বছর তার ভাই অর্জুন টেন্ডুলকারও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সারাকে ওই দলের হয়ে উল্লাস করতে দেখা গেছে।
আইপিএলের ইতিহাসে আরসিবি তিনবার প্রতিযোগিতার ফাইনালে ওঠে। দুইবারই পরাজিত হয়েছে।
২০১১ সালে ফাইনালে এমআইয়ের মুখোমুখি হয়েছিল আরসিবি। যেখানে হরভজন সিংয়ের নেতৃত্বাধীন দল এমআই ডেনিয়েল ভেট্টোরির আরসিবিকে পরাজিত করে।
মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনস প্রিমিয়ার লিগের খেলা এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। নিলামটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি প্রায়ই তার অনুরাগী এবং অনুসারীদের জন্য অনুপ্রেরণাদায়ক বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন। তার দেওয়া জীবন বিষয়ক পরামর্শ এবং ভিডিও পোস্টেগুলো মানুষের মুখে হাসি নিয়ে আসে।
মাহিন্দ্রা এবার ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক পোস্ট তার টুইটারে শেয়ার করেছেন। ‘হ্যাশ মানডে মোটিভেশন’-এ তিনি পোস্টটি শেয়ার করেছেন, যেটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
উল্লেখ্য, সানিয়া মির্জা সম্প্রতি পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুবাইতে অনুষ্ঠিত আগামী ডব্লিউটিএ-১০০০ টুর্নামেন্টের পরে টেনিস থেকে অবসর নেবেন তিনি।
সম্প্রতি তিনি নারী টেনিস অ্যাসোসিয়েশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। অবসরের কারণ হিসেবে তার স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথাও বলেছেন তিনি। তার দাবি, বহুদিন ধরে কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন তিনি। সানিয়াকে এখন পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে নারীদের ডাবলস শিরোপা জিতেন তিনি।
মাহিন্দ্রা তার টুইটের ‘হ্যাশ মানডে মোটিভেশন’লিখেছেন, ‘তিনি (সানিয়া মির্জা) যেভাবে ক্যারিয়ার শুরু করেছেন, সেভাবেই শেষ করেছেন। কাজের প্রতি সীমাহীন ক্ষুধা তার সফলতার চাবিকাঠি।
তার পোস্টে সানিয়া মির্জার একটি ছবিও রয়েছে। ছবিতে সানিয়া লিখেছেন, ‘প্রতিযোগিতা আমার রক্তে রয়েছে। আমি যখনই কোর্টে পা রাখি, আমি জিততে চাই। তা শেষ স্ল্যাম হোক বা শেষ মৌসুমই হোক।’
আনন্দের পোস্ট শেয়ার করার পর ৭৩ হাজার ভিউ এবং এক হাজারের বেশি লাইক পড়েছে। অনেক শিল্পপতি আনন্দের সঙ্গে একমত হয়েছেন এবং সানিয়াকে ‘বিস্ময়কর খেলোয়াড়’ বলেছেন।
একজন টুইট ব্যবহারকারী লিখেছেন,‘সানিয়া একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি তার দেশকে অনেক খ্যাতি দিয়েছেন এবং আমরা সবাই তার কৃতিত্বের তারিফ করি। তার জন্য শুভকামনা।’
দ্বিতীয় টুইট ব্যবহারকারী যোগ করেছেন, ‘ফলাফল নির্বিশেষে আরও ভালো কর্মের জন্য আকাঙক্ষা আমাদের চালনা করে। এ কথা গীতাতেও উল্লেখ রয়েছে। সানিয়া মির্জা এবং আপনার (আনন্দ) এই কর্মের প্রতিকৃতি।’
অন্য এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি দেখার মতো একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন! অলিম্পিকে তার প্রতিযোগিতা সবসময়ই মজাদার এবং বিনোদনমূলক ছিল। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে তার দৌড় অনুকরণীয় ছিল। ভারতের সেরা ক্রীড়াবিদ।’
৬ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওপেনে শেষ খেলেছিলেন যেখানে তিনি রোহন বোপান্নার সঙ্গে অংশীদারিত্ব করেছিলেন। এই মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ খেলার পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন এই তারকা খেলোয়াড়।
বলিউড নায়িকা সারা আলী খানের প্রেমের গুঞ্জন বহু দিন ধরই চলছে। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের একজনের সঙ্গে প্রেমে মজেছেন সাইফকন্যা।
বিষয়টি ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। কারণ বলিউড নায়িকাদের ক্রিকেটারদের প্রতি আকর্ষণ নতুন নয়।
আনুশকা, আথিয়া, হাসিন জাহান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন।
শোনা যাচ্ছে, পূর্বসূরীদের পথ ধরে সারা আলী খানের পছন্দ ভারতীয় ক্রিকেটার শুবমান গিল। এই গুঞ্জন বহুদিনের। এবার সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে এল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়ে, হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় একটি গোলাপি টপে ক্যামেরায় ধরা পড়েন সারা। আর শুবমানকে দেখা গেছে লাগেজ হাতে বেড়িয়ে যেতে। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন।
দুজনকে এভাবে দেখার পর বলিউড ও ক্রিকেটের যোগসূত্র টেনেছেন ভক্ত-অনুরাগীরা।
এক ভক্ত লিখেছেন, এই বন্ধন (বলিউড- ক্রিকেট) অনেক পুরনো, এমনকি নব্বই দশকেরও আগের। বলিউড ও ক্রিকেট অবিচ্ছেদ্য এক অংশ, তাই সম্পর্কের খবরও হুটহাট বেরিয়ে আসে।
আরেকজন টুইটে লেখেন, দ্বিতীয়বারের মত তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এটা নিশ্চিত প্রেম।’
এক ভক্তের দাবি, দিল্লির কোনো এক ক্যাফেতে তাদেরকে ‘তার এক বন্ধু’ একসঙ্গে দেখেছেন। আর এটা যে তিনি শুধু মজা করার জন্য বলছেন না, তাও মনে করিয়ে দিয়েছেন এই ভক্ত।
তবে এ বিষয়ে সারা কিংবা গিলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে জানুয়ারিতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় সারা আর শুবমানকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে জল্পনা শুরু হয়।
আসন্ন এশিয়া কাপ ২০২৩ এ অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসির কাছে দাবি জানিয়েছেন।
সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক মিটিংয়ে ক্ষোভ প্রকাশ করেন জাভেদ। তিবি বলেন, ভারতকে পাকিস্তানে নিয়ে আসা আইসিসির দায়িত্ব। এই দায়িত্ব আইসিসি কোনোভাবেই এড়াতে পারে না। খবর ক্রিকট্র্যাকারের।
ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না বলেই এশিয়া কাপের ভেন্যু পাকিস্তান থেকে অন্য কোনো দেশে নিয়ে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। পিসিবির পক্ষ থেকে পালটা হুমকি দেওয়া হয়েছে যে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরালে বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।
এমন পরিস্থিতিতে মিয়াঁদাদ জানান, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নামে যাক। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
এর পর পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিক নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে, সেটাইকেই গ্রহণ করা উচিত এবং সেটার জন্যই লড়াই করা দরকার।’
বাংলাদেশ প্রিমিয়াল লিগের খেলা চলাকালেই হঠাৎ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিল।
বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেল সাকিব। সিরিজে দলতে সামনে থেকে নেতৃত্ব দিতে ওমরাহ শেষে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরেই সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব