অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রভা। সেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।
যেখানে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’
ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন— ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’
নায়িকার এমন মন্তব্যের সঙ্গ একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসাও করেছেন তারা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।
একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এর চতুর্থ দিনে দুটি রেকর্ড গড়েছে এ সিনেমা।
এটি বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করেছে। দুই–এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন, যা আর কোনো ভারতীয় তারকার নেই।
প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে রীতিমতো উৎসব চলছে। দর্শকের ঢল নেমেছে হলগুলোতে। ফলে আয় হচ্ছে বিস্ময়কর।
বিশ্লেষক তরুণ আদর্শ এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। ‘জওয়ান’ সিনেমায় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-শাহরুখ জুটি প্রশংসা পাচ্ছে।
অথচ এর আগে শাহরুখের সঙ্গে কাজই করতে চাননি এই অভিনেত্রী নয়নতারা। দশ বছর আগে শাহরুখের আরেক ব্লকবাস্টার সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারতেন। এ সিনেমার পরিচালক রোহিত শেট্টির প্রস্তাব তিনি সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন। এর নেপথ্যে দুটি কারণ ছিল।
শোনা যায়, দীপিকা অভিনীত মীনাম্মা চরিত্র নয়, রোহিত শেট্টি নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে নাচের প্রস্তাব দিয়েছিলেন। নয়নতারা শুধু একটি গানে আইটেম ড্যান্সার হতে রাজি ছিলেন না। এর জেরেই প্রস্তাব ফিরিয়ে দেন।
পরে সেই নাচের প্রস্তাব যায় আরেক দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণির কাছে। শাহরুখের ‘জওয়ান’-এ প্রিয়মণিও রয়েছেন। আজাদের অন্যতম যোদ্ধা লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
আরেকটি কারণ হলো, কোরিওগ্রাফার রাজু সুন্দরম। ‘ওয়ান টু থ্রি ফোর’ গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন তিনি।
অনেকেই জানেন না, রাজু প্রভু দেবার ভাই। প্রভু দেবার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন নয়নতারা; যা নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। রাজুর কোরিওগ্রাফিতে নাচতে চাননি নয়নতারা। সেই কারণেও তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রস্তাব ফিরিয়ে দেন।
জানা গেছে, সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিজ্ঞেস শিবানকে বিয়ে করেন তিনি। সেখানেই বর্তমানে তার সুখের সংসার।
কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ‘নজরুল সাহিত্য ও সঙ্গীত ভাবনা সম্প্রসারন সংক্রান্ত কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) উক্ত অনুষ্ঠানে ২০১৮-২০২০ শিক্ষাবর্ষের ‘ উচ্চতর নজরুল সঙ্গীত ডিপ্লোমা কোর্স ‘ এর সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন, জনাব কে এম খালিদ,(এমপি), মাননীয় প্রতিমন্ত্রী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ মোকলেছুর রহমান. উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত দুটোতেই এ – গ্রেড পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খলিল আহমদ, সচিব,সংস্কৃতি মন্ত্রণালয়। কবি মুহাম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি। জনাব খায়রুল আনাম শাকিল, চেয়ারম্যান, কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। প্রবন্ধকার – প্রফেসর ডঃ আনোয়ারুল হক, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, হামদর্দ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আলোচক- ডঃ শামস্ আলদীন, সহকারী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন – জনাব এ এফ এম হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। স্বাগত বক্তব্য রাখেন – জনাব মোঃ রায়হান কাওছার,সচিব(উপ-সচিব), কবি নজরুল ইনস্টিটিউট।
অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেন্য সঙ্গীত শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা এবং ইয়ামিন মুশতারী।
নিজের স্ত্রী বর্ষাকে সবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা অনন্ত জলিল।
শনিবার রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি।
অনন্ত জলিল বলেন, “আজকে (শনিবার) ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে ব্লকবাস্টার ওপেনিং হয়। এত বড় একটা কম্পানি, ছবির জন্য তাদের সাতটা স্ক্রিন আছে। আমরা যখনই ছবি রিলিজ করি তখনই ব্লকবাস্টার আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।
সব সময় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এ জন্য যখনই ওনারা কোনো আয়োজনে আমাদের ডাকে, আমরা সাড়া দিই। ওনারাও আমাদের ডাকে সাড়া দেয়। এটা লুক লাইক অ্যা গিভ অ্যান্ড টেক পলিসি।
আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসে।”
তিনি আরো বলেন, “সেই যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে শুরু হয়েছে, এখনো ভালোবাসা দিয়েই যাচ্ছি যমুনা ব্লকবাস্টারকে, আর আমরাও পেয়ে আসছি। আগামীতে যত দিন বাঁচব, যত দিন সিনেমা করব, তত দিন ব্লকবাস্টারের ভালোবাসা পাব, আমরাও দেব।”
এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’
বর্ষা বলেন, প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্ণ হলো। আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব।
‘জাওয়ান’ ঝড়ে মাতোয়ারা সারাবিশ্বের সিনেমা প্রেমিরা। মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে দেড়শ কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। ইতিমধ্যে হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা লাভ করেছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানে’র পর আবারও সর্বত্র শুরু হয়েছে শাহরুখ খানের জয়জয়কার। আর সেই বন্দনাতেও পিছিয়ে নেই অভিনেত্রী কঙ্গনা রনৌত। ‘জাওয়ান’ দেখে শাহরুখকে দেবতার আসনে বসিয়ে দিলেন কঙ্গনা।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুযোগ বুঝে শাহরুখ বন্দনায় মেতেছেন কঙ্গনা রনৌত! ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে তাকে সিনেমার ঈশ্বর বলে অভিহিত করলেন কঙ্গনা।
বরাবরই বলিউডের খান থেকে কুমারদের একহাত দেখে নিয়েছেন কঙ্গনা। কাউকেই কখনো তিনি ছেড়ে কথা বলেন না। এবার সেই কঙ্গনার গলাতেই উল্টো সুর।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয়, তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাতে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
বিশ্বব্যাপী চলছে ‘জাওয়ান’ ঝড়। মাত্র তিনদিনেই বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে সিনেমাটি। এ সাফল্যের মাঝেই এবার ‘জাওয়ান ২’ নিয়ে আসার ইঙ্গিত দিয়ে দিলেন শাহরুখ খান!
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আস্ক এসআরকে সেশনে এক ভক্ত শাহরুখের উদ্দেশে লেখেন, ‘স্যার, আমি কোনোরকম স্পয়লার দিতে চাই না কিন্তু শেষে যে বক্তব্যটা ছিল সেটা অসাধারণ!’ এর জবাবে শাহরুখ রিটুইট করে লেখেন- ‘আরে তাতে কোনো স্পয়লার নেই আর দেশের ভালোর জন্য সব স্পয়লারও মাফ করে দিলাম। সবার উচিত ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা এবং দায়িত্বশীলভাবে সেই কাজটা করা উচিত। কিন্তু এটা ছাড়া বাকি ছবি নিয়ে কোনোরকম স্পয়লার আমিও দেব না আর দয়া করে তুমিও কাউকে কিছু বলো না প্লিজ’।

একজন লেখেন- ‘স্যার, কালীর সঙ্গে কেন চুক্তি করে নিলেন না? আমি বিজয় সেথুপতি স্যারের বড় ভক্ত’।
পালটা জবাবে শাহরুখ বলেন, ‘আমিও বিজয় সেথুপতির ভক্ত। কালীর কালো টাকা তো এই ছবিতে নিয়ে নিয়েছি। এবার দেখো, অন্যদের সুইস ব্যাংকের টাকাও নিয়ে নেব। এখন শুধুমাত্র ভিসার অপেক্ষায় রয়েছি।’
শাহরুখের এই মন্তব্যের পর থেকে নেটপাড়ায় জোর চর্চা তবে কি ‘জাওয়ান’-এর সাফল্যের মাঝেই ছবির দ্বিতীয় কিস্তির আভাস দিয়ে দিলেন শাহরুখ?
শাহরুখের এই সিনেমায় নায়িকা চরিত্রে রয়েছেন নয়নতারা। আর ভিলেন কালী চরিত্রে দেখা গেছে বিজয় সেথুপতির। অসাধু অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। গল্পে শাহরুখ কখনো বিক্রম রাঠৌর, কখনো সে আজাদ।
রোমান্টিক নায়কের বাইরে অ্যাকশনেও যে শাহরুখ অনবদ্য সেটাই দেখিয়ে দিলেন ‘জাওয়ান’-এ। বক্স অফিসে অপ্রতিরোধ্য তিনি। মুক্তির তিনদিনেই ‘পাঠান’কে ছাপিয়ে গেছে ‘জাওয়ান’। কেন তিনি বক্স অফিসের কিং খান তা প্রমাণ করে দিয়েছেন ৫৭ বছর বয়সী তারকা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। আক্ষরিক অর্থে ‘মাস হিরো’ কাকে বলে দেখিয়ে দিয়েছেন বাদশা।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ বৃহস্পতিবার সন্ধ্যায় ।
রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘পাফ ড্যাডি’। এতে পরীমনিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন!
অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নন, ‘পাফ ড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও!
সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে?
সহীদ উন নবী’র পরিচালনায় তারকা বহুল এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।
থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ ২০ টাকা দিয়ে সাবক্রাইব করে দর্শকদের উপভোগ করতে হবে।
‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রী হয়েও শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তুতিতে এতটুকুও অবহেলা করেননি তিনি। অনেক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন নয়নতারা। ‘জওয়ান’ নিয়ে উত্তেজনার পাশাপাশি, হিন্দি সিনেমার নতুন মুখ হিসেবে নয়নতারাকে নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের। সেদিক থেকে তার দাপুটে অভিনয় বলিউড বাদশার বিপরীতে নিঃসন্দেহে সবার মন কেড়েছে। তবে সম্প্রতি ছিমছাম সাজে মুম্বাই বিমানবন্দরে নয়নতারাকে দেখে কিছুটা অবাকই হয়েছে নেটদুনিয়া।
হিন্দুস্তান টাইমস বলছে, ‘জাওয়ান’ মুক্তির পর পুরো বিশ্ব যখন শাহরুখ খান ও নয়নতারার অভিনয়ে মুগ্ধ তখন বৃহস্পতিবার রাতে ছিমছাম সাজেই মুম্বাই বিমানবন্দরে ধরা দিলেন অভিনেত্রী নয়নতারা। এসময় তার পরনে গোড়ালি ঝুল লম্বা হাতা নীল আনারকলির সঙ্গে সাদা পালাজো, কাঁধের উপর আলতো করে ফেলে রাখা নীল ওড়না, চুল পনিটেল করে বাঁধা আর হালকা মেকাপে নয়নতারাকে দেখে অনেকেই অবাক।
নায়িকা হলেও তিনি সাধারনত হালকা সাজগোজই পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বেশির ভাগ সময়ই তার পরনে দেখা যায় ঘেরওয়ালা আনারকলি বা শাড়ি। তবে সব ধরনের পোশাকেই সমান সাবলীল ৩৮-এর নয়নতারা।
‘জাওয়ান’ সিনেমায় দর্শক যেন নতুন করে আবিষ্কার করেছে নয়নতারাকে। শাহরুখকে নিয়ে উন্মাদনার পাশাপাশি নয়নতারার প্রশংসায়ও পঞ্চমুখ অনেকেই। দর্শকের ভাষায় শাহরুখের বিপরীতে একেবারে যোগ্যভাবেই মানিয়েছেন নয়নতারা।
নয়নতারা মূলত দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ২০০৩ সালে মালয়ালাম সিনেমার হাত ধরে অভিনয়ে আসেন তিনি। প্রায় দু’দশক ধরে তার দাপুটে অভিনয় দিয়ে শক্ত জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমার জগতে। এবার জয় করতে চলেছেন বলিউড । নয়নতারা এ পর্যন্ত প্রায় ৭৫টি সিনেমায় কাজ করেছেন।
সঙ্গীতশিল্পী মমতাজ বেগম ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন মমতাজ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
এদিন আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, ৯ আগস্ট কেন তার মক্কেল (মমতাজ) আদালতে হাজিরা দিতে পারেননি।
এর পর মমতাজের আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস জামিন মঞ্জুর করেন।
তবে বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তাদের যুক্তি, মামলার অভিযোগ গঠন হয়ে যাওয়ার পরও কীভাবে জামিন পান মমতাজ বেগম। বিচারক এই যুক্তিকে আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত এদিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন।
যদি আদালত আবেদনটি মঞ্জুর করেন তাহলে ভারতীয় আদালতে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না মমতাজের। তবে আদালতের নির্দেশ থাকলে হাজিরা দিতে হবে।
এর আগে ২০০৮ সালে শক্তিশঙ্কর বাগচি নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা করেন। আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ।
শক্তিশঙ্কর বাগচী অভিযোগ করেন, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপিও দেওয়া হয়েছিল।
কিন্তু রুপি নিয়ে অনুষ্ঠানে যাননি বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী। এমনকি রুপিও ফেরত দেননি। রুপি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এজন্য বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন তিনি।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঢাকাই সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর। সালমান শাহ’র অধিকাংশ সিনেমার নায়িকা শাবনূর। ২৭টির মধ্যে ১৪টিতেই একসঙ্গে দেখা গেছে তাদের।

বুধবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সঙ্গে ফ্রেমবন্দি তিনটি ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকীতে সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়।’

সালমানের আত্মার শান্তি কামনা করে শাবনূর আরও লেখেন, ‘অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার অনুরাগীরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।’

মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন সালমান—অমর এই নায়কের চলে যাওয়াটা কি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা আজও রহস্য।
তবে ক্ষণজন্মা এই নায়কের পরিবার মনে করে, এটি স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না। ‘হত্যা’ করা হয়েছে তাকে। এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন। যা নিয়ে হয়েছে নানা তদন্ত। তবে মেলেনি অভিযোগের সত্যতা। প্রতিটি তদন্তেই সালমান শাহ’র আত্মহত্যার তথ্য উঠে এসেছে।