খাদ্য আমদানি কমাতে জনগণকে পলিশ (মেশিনের সাহায্যে মসৃণ করা) করা চাল না খাওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে মন্ত্রী এ পরামর্শ দেন।
খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্ব আজকে বিপদে পড়েছে। যেখানে জাতিসংঘ, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থাসহ বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে- বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে। তখন সেই বিপদের ছায়া বাংলাদেশের মতো দেশে পড়বে না, তা তো আশা করা যায় না। কারণ আমরা আমদানি নির্ভরশীল দেশ। তবে কৃষিতে যদি আমরা সঠিকভাবে আবাদ করি আর যদি পলিশ করা চাল খাওয়া কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্য বাইরে থেকে আনার বিন্দুমাত্র প্রয়োজন নেই।

চাল পলিশ করার কারণে চালের খাদ্যাংশ নষ্ট হয় উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, এক সমীক্ষায় দেখা গেছে- পলিশ করার জন্য বা চাল সিল্কি কিংবা মসৃণ করার জন্য চালের বাইরের কিছু অংশ নষ্ট হয়। প্রতি ১০০ মেট্রিক টন চালে ৫ মেট্রিক টন চাল কমে যায়। এই হিসাবে ১ কোটি মেট্রিক টন চালে ২০-২২ মেট্রিক টন চাল হাওয়া হয়ে যায়। এই খাদ্যাংশটুকু ভাত, সুজি কিংবা আটা কোনোভাবেই ব্যবহার করা যায় না।
নওগাঁ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান।
একঝাঁক তরুণ সংস্কৃতিকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিজের জীবন, কর্ম ও ভাবনা সম্পর্কে শোনালেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিজন রামেন্দু মজুমদার।
দনিয়া স্টুডিও থিয়েটার হলের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয় ‘কর্মে ও ভাবনায় রামেন্দু মজুমদার’ শীর্ষক আলোচনা সভা। দনিয়া স্টুডিও থিয়েটার হলের পরিচালনা পরিষদের পরিচালক মো. শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন আবু আজাদ।
এতে রামেন্দু মজুমদার তার জন্ম, বেড়ে উঠা, স্কুলজীবন, কলেজজীবন, ব্যক্তিগত জীবন, কর্মজীবন, স্বাধীনতার যুদ্ধে তার ভূমিকা, বঙ্গবন্ধুর সঙ্গে তার গৌরবময় সম্পর্ক নিয়ে কথা বলেন।
বক্তব্য দেন- নাট্যদল ‘থিয়েটার’র জন্ম, থিয়েটার পত্রিকা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুরুর গল্প ও এর সঙ্গে তার সম্পর্ক এবং বর্তমান প্রজন্মের কাছে তার প্রত্যাশা নিয়ে। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
বর্তমান সময়ের ভাবনা নিয়ে রামেন্দু মজুমদার বলেন, স্কুল-কলেজ এবং তরুণদের মাঝে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান করা প্রয়োজন। এ সময়ের সবচেয়ে বড় সংকট সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা রোধ করতে না পারলে আমাদের আগামীর অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মের ব্যবহার সীমিত করার সময় এখনই।
অনুষ্ঠান শেষে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে দনিয়া স্টুডিও থিয়েটার হলের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া এবং দনিয়া পাঠাগারের সুহৃদ সদস্যরা বই উপহার দেন।
বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা এত দিন ১ হাজার ২৩৫ টাকা ছিল।
রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।
গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার অটো গ্যাসের দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।
এর আগের মাসে ১২ কেজি এলপিজিতে দাম বেড়েছিল ১৬ টাকা।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।
বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব। কিন্তু কোনো গ্রাহকই সংস্থাটির কাছে অভিযোগ করেন না বলে দাবি করেন বিইআরসির চেয়ারম্যান।
ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেইস হোল্ডার্স কমিউনিটি অফ বাংলাদেশ সংগঠনের কৃতজ্ঞতা প্রকাশ| শিরোনাম
গত ৩০ জুন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ০১জুলাই/২১ থেকে ৭ দিন ব্যাপী কঠোর লকডাউনের মধ্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে চলমান ইন্টারভিউ কে লকডাউনের আওতামুক্ত করে একটি সার্কুলার জারি করা হয়।ফলে ইউএসএ পারিবারিক ইমিগ্র্যান্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসার অপেক্ষামান হাজার হাজার ব্যক্তি অনেক উপকৃত হয়েছেন।
উক্ত সার্কুলার জারি করার জন্য “ইউএসএ ইমিগ্রান্ট ভিসা পেন্ডিং কেইস হোল্ডার কমিনিউনিটি ফ্রম বাংলাদেশে” সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
ময়মনসিংহে ছিন্নমূল শিশু ও বৃদ্ধদের মাঝে দুই টাকার বিনিময়ে প্যাকেট ভর্তি খাবার বিতরণ করছেন একদল স্বেচ্ছাসেবী। গ্রিন লাইফ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগে হাসি ফুটছে অনেক শিশুর মাঝে।
শুক্রবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় ৮০ জন শিশু ও ছিন্নমূল বৃদ্ধদের মাঝে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ করেন। সপ্তাহে দুই দিন বুধবার ও শুক্রবার শিশু ও বৃদ্ধের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি রোবায়েত হোসাইন বলেন, সংগঠনটির মূল উদ্যোক্তা আবদুল খালেক হিমেল। বাড়ি জেলার হালুয়াঘাট উপজেলায়। অসহায় মানুষের পাশে থাকার জন্যই তিনি গ্রিন লাইফ ফাউন্ডেশন সংগঠনটি গঠন করেন।২০১৯ সাল থেকে গ্রিন লাইফ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের অর্থায়নে সপ্তাহে বুধবার ও শুক্রবার ছিন্নমূল শিশু ও বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।
তিনি আরও বলেন, সংগঠনের ৫০ জন স্বেচ্ছাসেবীর সামান্য চাঁদা ও সৌদি থেকে হিমেলের দেয়া অর্থায়নে প্রতি সপ্তাহে দুই দিন দুই টাকার বিনিময়ে অসহায় মানুষের মধ্যে ভালো খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।স্বেচ্ছাসেবক এনামুল হক ছোটন বলেন, মাত্র দুই টাকায় ভুনা খিচুড়ি ও ডিম পেয়ে শিশু থেকে বৃদ্ধ সবাই আনন্দিত হন। আমাদের এই কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
স্বেচ্ছাসেবক মাসুদ পারভেজ বলেন, এই সংগঠনে যারা সহায়তা করে চেয়ারম্যান হিমেল ছাড়া সবাই লেখাপড়ার সঙ্গে জড়িত। আমাদের সীমাবদ্ধতার পরও অল্প অল্প করে চাঁদা দিয়ে মানুষের মুখে খাবার তুলে দেয়ার কাজ করে যাচ্ছি। যদি কেউ আমাদের আর্থিকভাবে সহায়তা করে দেশব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই।
গ্রিন লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল খালেক হিমেল বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলা। অন্ততঃপক্ষে সপ্তাহে দুই দিন তাদের ভালো খাবার পৌছে দেয়া দেয়া। তবে, আপনাদের মাঝে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা আশা করছি।
জরুরি প্রয়োজনে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতে যেতে হয়। তার আগে দেখে নিন বুধবার (৩১ মার্চ) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট:
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা। বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।