নিজের স্ত্রী বর্ষাকে সবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা অনন্ত জলিল।
শনিবার রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি।
অনন্ত জলিল বলেন, “আজকে (শনিবার) ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে ব্লকবাস্টার ওপেনিং হয়। এত বড় একটা কম্পানি, ছবির জন্য তাদের সাতটা স্ক্রিন আছে। আমরা যখনই ছবি রিলিজ করি তখনই ব্লকবাস্টার আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।
সব সময় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এ জন্য যখনই ওনারা কোনো আয়োজনে আমাদের ডাকে, আমরা সাড়া দিই। ওনারাও আমাদের ডাকে সাড়া দেয়। এটা লুক লাইক অ্যা গিভ অ্যান্ড টেক পলিসি।
আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসে।”
তিনি আরো বলেন, “সেই যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে শুরু হয়েছে, এখনো ভালোবাসা দিয়েই যাচ্ছি যমুনা ব্লকবাস্টারকে, আর আমরাও পেয়ে আসছি। আগামীতে যত দিন বাঁচব, যত দিন সিনেমা করব, তত দিন ব্লকবাস্টারের ভালোবাসা পাব, আমরাও দেব।”
এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’
বর্ষা বলেন, প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্ণ হলো। আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব।
ঘন ঘোর ঝঞ্ঝা
অমানিশা রাত্রি
হাল ছেড়ে দিও না
সুদূরের যাত্রী।
সব আলো নিভে যাক
জ্বালো আলো হৃদয়ের
গতি হারা জগতে
তুমি আন গতি ফের।
ঢাক ঢাক গুঁড় গুঁড়
কালো মেঘ গর্জন
বৃষ্টির বদলে
হয় শিলা বর্ষণ।
বিদ্যু্ৎ চমকায়
এ কী মহা তর্জন
ভয়ে সব জড়োসড়ো
থর থর কম্পন।
এই ঘোর দুর্দিনে
পথে যেন থেমো না
হাল ধরে থেকো তুমি
খুঁজে পাবে মোহনা।
যুদ্ধের দামামা
বাজে শোন ঈষাণে
বিজয়ের বার্তা
তুলে ধর নিশানে।
তুমি শুধু সামনে
হবে সদা আগুয়ান
তুমি বীর বাহাদুর
তুমি সেরা পাহলোয়ান।
জোর পায়ে চল ভাই
নাই ডর নাই ভয়
অমানিশা হবে শেষ
আঁধারের হবে লয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগের বিতর্কিত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে এ ঘটনা ঘটে।
এরপর শাহবাগ থানায় নিয়ে তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।
জানা গেছে, এডিসি হারুন শনিবার রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান।
সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদ।
‘জাওয়ান’ ঝড়ে মাতোয়ারা সারাবিশ্বের সিনেমা প্রেমিরা। মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে দেড়শ কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। ইতিমধ্যে হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা লাভ করেছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানে’র পর আবারও সর্বত্র শুরু হয়েছে শাহরুখ খানের জয়জয়কার। আর সেই বন্দনাতেও পিছিয়ে নেই অভিনেত্রী কঙ্গনা রনৌত। ‘জাওয়ান’ দেখে শাহরুখকে দেবতার আসনে বসিয়ে দিলেন কঙ্গনা।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুযোগ বুঝে শাহরুখ বন্দনায় মেতেছেন কঙ্গনা রনৌত! ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে তাকে সিনেমার ঈশ্বর বলে অভিহিত করলেন কঙ্গনা।
বরাবরই বলিউডের খান থেকে কুমারদের একহাত দেখে নিয়েছেন কঙ্গনা। কাউকেই কখনো তিনি ছেড়ে কথা বলেন না। এবার সেই কঙ্গনার গলাতেই উল্টো সুর।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয়, তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমাতে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।