যে নদী শুকিয়ে যায় বুকে নিয়ে গভীর ক্ষত-
তাকে কে বলবে সাগরের বিশালতার কথা?
যে জীবন একদিন ভালোবেসে নিঃস্ব হয়েছে
তাকে কে শেখাবে অপার ভালোবাসার গভীরতা?
অবাক চোখ শুধু চেয়ে চেয়ে দেখে –
পৌষী নিরবতায় কত শত নির্মম সময়ের বলিদান।
ছাইদানিতে লাল রক্তজবার মতো দুঃখ জমেছিলো,
অভাগা পাথর সময়কে সাক্ষী রেখে,
কাঁচের শার্সিতে জমে থাকা শিশিরের মতো
কান্নারা খুব গোপনে ঝরে পড়েছে-
প্রদোষের উবে যাওয়া ম্লান আলোয়,
সেই প্রত্যাখ্যানে ঝড়ের আভাস ছিলো না,
কোনো রাগ কিংবা অভিমানও নয়,
কেবল নিরবে মুখ নামিয়ে বসেছিলো,
কেউ জানেনি,
সেদিন আকাশে থমকে ছিল অনূঢ়া চাঁদ,
একেকদিন পুর্নিমা রাত্রিতে ভারী বর্ষণের মতো
বিষণ্ন বাঁশি কেঁদে কেঁদে বাজে বুকের ভেতর-
মেঘলা নিশীথে,
অন্ধকারের মৌন মিছিলে সামিল হয়-
একাদশী প্রহরে যে রাত্রি একদিন কথা দিয়েছিল-
জোছনার আলোয় স্নান শেষে নিঃসঙ্গতার অবসান ঘটাবে,
সরল গন্ধমাখা বাতাসে জেগে থাকবে কুমারী চাঁদের সাথে,
অথচ আজ সে নিজেকে ভুলে বসেছে।
নিশুতি প্রহরে জেগে থাকে এক বিবাগী মন,
বিচ্ছেদী মেঘেদের রাজ্যে ডানা মেলে উড়ে যায়
বিরহী শঙ্খচিলের মতো, শূন্যে-মহাশূন্যে পথ হারায়,
আর নিভৃত আকাশের বুক জুড়ে জেগে থাকে-
এক বিষণ্ন হাহাকার।
.
প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১২১ কোটি রুপি। এছাড়াও শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯০ কোটি রুপি।
জানা গেছে, ভারতের বড় বড় শহর গুলোর মাল্টিপ্লেক্স গুলোতে ভালো ব্যবসা করছে ছবিটি। এছাড়াও ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।