সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।
এ সিনেমায় অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া। গত বছর তারা বিয়েও করেন। তাদের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান।
এদিকে মঙ্গলবার দীর্ঘ গোপন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাবেক প্রেমিকের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন—দুজনকেই অনেক শুভেচ্ছা।
ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ-কিয়ারা। ২০২০ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তারা। এমনকি ‘কফি উইথ করণ’-এ এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন তারা।
টালিউডের আলোচিত নায়িকাদের একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় ক্যারিয়ারের তুলনায় তার ব্যক্তিগত জীবনই বেশি সমালোচিত হয়েছেন। তার বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো হরহামেশাই শোনা যায়। গোপন করার চেষ্টা করলেও ঠিক প্রকাশ্যে চলেই আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন।
যদিও প্রথম বিয়ের পরপরই তার কোলজুড়ে আসে অভিমন্যু। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও ছেলেকে হাতছাড়া করেননি তিনি কখনই। অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন কী করছেন অভিমন্যু।
ছেলের নাম অভিমন্যু হলেও শ্রাবন্তী তার ছেলেকে ঝিনুক নামেই ডাকেন। মা-ছেলের ছোট সংসার। গত দুই বছর আগে যখন অভিমন্যু প্রেমের সম্পর্কে মুখ খোলেন তখন এ সম্পর্ক তিন বছর চলছিল। মডেল দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও তা কিছুদিনের মধ্যে ভেঙে যায়। এখন আপাতত নিজের পড়াশোনা ও কাজ নিয়েই ব্যস্ত অভিমন্যু।
এদিকে টালিউডের অন্যান্য স্টারকিডদের মতো সেভাবে লাইমলাইটে আসতে পছন্দ করেন না অভিমন্যু। এমনকি মায়ের কোনো ফিল্মি ইভেন্টেও তাকে সেভাবে দেখা যায়নি। ঝিনুককে কদিন আগেই দেখা গিয়েছিল শ্রীজাত ‘মানবজমিন’ ছবির সেটে। তবে কি ছেলেও মায়ের মতো অভিনয়ের জগতে প্রবেশ করবে?
শ্রাবন্তী এ প্রসঙ্গে বলেছিলেন, ‘ঝিনুক ইন্ডাস্ট্রিতেই কাজ করবে। তবে ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনে। কদিন তো অ্যাসিস্টও করল শ্রীজাতকে মানবজমিনে। তবে এখন পড়াশোনার খুব চাপ, আগে ওটা সামলাক। তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করবে।
উল্লেখ্য, শ্রাবন্তীর সঙ্গে তার ছেলের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ছেলের সঙ্গে বরাবরই সহজভাবেই মেশেন এই অভিনেত্রী। তাই কোনো কিছুতেই জোর করেন না তিনি। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক।
গেল বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তবে বিয়ের কিছু দিন না যেতেই স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তোলেন এ অভিনেত্রী। এ নিয়ে মামলাও করেন সারিকা।
তবে অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দুজনে। গণমাধ্যম সূত্রে এমনটিই জানা গেছে।
অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহী ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এ ছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।
তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহীর বাসায় আছি।
প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে কন্যাসন্তান রয়েছে। এর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।
‘আমাকে এখান থেকে বের করে নাও, আমি তোমার জন্য যেকোনো কিছু করবো’। বয়সে বড় বাচ্চাটা অনেকটা ফিসফিস করে বলছে, ‘আমি তোমার চাকর হয়ে থাকবো’।
মেয়েটার এমন কথার জবাবে একজন উদ্ধারকর্মী বললেন, ‘না…না’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সিরিয়ার হারেম শহরের কাছে ছোট এক গ্রাম বেসনায়া-বেসিনেহ। ওই গ্রামের দুই বোন তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ভয়ংকর ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। দুজনই বয়সে শিশু। বড় বোনটি ছোট বোনটিকে শান্তনা দেওয়ার চেষ্টা করছে। উদ্ধারকর্মীদের উদ্দেশে এই নরক থেকে উদ্ধারের আর্ত আবেদন জানাচ্ছে মেয়েটি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বড় বোনটির নাম মরিয়ম। ভিডিওতে দেখা যায়, সে তার ছোট বোনটিকে আগলে রেখেছে। আলতো করে ছোটটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারা পরস্পরের সঙ্গে চাপাচাপি করে কোনরকমে শুয়ে আছে। হতে পারে তারা বিছানাতেই ছিল। আর সেখানেই চাপা পড়েছে।
ছোট বাচ্চাটির নাম ইলাফ। তাদের বাবা জানায়, ইলাফ ইসলামিক নাম, যার অর্থ ‘সুরক্ষা’।
ঘটনার বয়ান দেন মুস্তাফা জুহির আল-সাঈদ। তিনি জানান, তার স্ত্রী এবং তিন সন্তান গত সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা আগেই শুয়ে পড়েছিলেন। বলেন, ‘আমরা বুঝতে পারলাম মাটি কাঁপছে…আর পলেস্তারা আমাদের মাথায় পড়তে শুরু করেছে। আমরা দু’দিন ধরে এই ধ্বংসস্তুপের নিচেই আটকে ছিলাম। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আশা করি এই অনুভূতি কারও জীবনে না আসুক’।
আল-সাঈদ জানান, এভাবে চাপাপড়া অবস্থায় তিনি এবং তার পরিবার উচ্চস্বরে কোরআনের আয়াত পাঠ করছিলেন যেন কেউ না কেউ তাদের আওয়াজ শুনতে পান।
‘মানুষ আমাদের আওয়াজ শুনতে পারেন এবং আমাদের উদ্ধার করা হয়, আমার স্ত্রী এবং সন্তানদের। খোদার প্রতি কৃতজ্ঞতা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের উদ্ধার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা’, বলেন তিনি।
মরিয়ম এবং ইলাফকে ধ্বংসস্তুপের নিচ থেকে কম্বলে মুড়িয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলে।
ঠাণ্ডায় জমে যাওয়ার মতো তাপমাত্রায় যারা এমনকি ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাদের জন্যও টিকে থাকা কঠিন। আর সেখানে এখনও যারা উদ্ধার হননি তাদের জীবিত পাওয়ার আশা সময়ের সঙ্গে ফুরিয়ে আসছে।
আল-সাঈদের বাড়ি ইদলিব প্রদেশে। সিরিয়ার উত্তরাংশের এই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই ভূমিকম্পে সেখানে কমপক্ষে ১২০০ মানুষের মৃত্যু ঘটেছে। এমনটাই জানিয়েছে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা। মানবাধিকার কর্মীদের এই দলটি ‘হোয়াইট হেলমেট’ নামে বেশি পরিচিত।
এদিকে, ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। বুধবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা একটি বিশাল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। উদ্ধারকারীরা আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তা ও চিকিৎসকরা বলেছেন, তুরস্কে ছয় হাজার ৯৫৭ জন এবং সিরিয়ায় দুই হাজার ৫৪৭ জন মারা গেছেন।
সূত্র: সিএনএন
নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন। একপাশে সিদ্ধার্থ,অপরপাশে তিনি; মন্ত্র উচ্চারণ তারপর হয়ে গেলেন দুজন দুজনার, চিরদিনের জন্য। সিদ্ধার্থ কিয়ারার গালে এঁকে দিলেন চুম্বন, ঠিক যেমন এঁকেছিলেন শেরশাহ সিনেমায় এক অন্ধকার গলিপথে।
বিয়ের জন্য তৈরি করা ক্যামেরায় সে দৃশ্য স্থির হয়ে চলে এল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দুজন-দুজনার, এই সম্পৃক্ততার ফলে কিয়ারা ফেসবুকেও লিখলেন ‘আব হামারা পার্মানেন্ট বুকিং হো গেয়ি হ্যায়’ অর্থাৎ এখন আমার স্থায়ী বন্দোবস্ত হয়েই গেল। শুধু তাই নয়, সকলের কাছে চাইলেন আশির্বাদ ও সামনে চলার পথের জন্য ভালোবাসাও।
দীর্ঘদিন প্রেম করার পর কাল বিকেলে রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেস সম্পন্ন হয় তাঁদের বিয়ে। কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বিয়েতে কিয়ারা সেজেছেন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায়। আর সিদ্ধার্থ পরেছেন মনীশের ডিজাইন করা শেরওয়ানি। এই দম্পতিকে সাজিয়ে দিয়েছেন খ্যাতনামা প্রসাধনশিল্পী লেখা গুপ্তা। তাঁদের বিয়ের সাজসজ্জা যাতে প্রকাশ্যে না চলে আসে, তার জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। জানুয়ারি মাসেও বিয়ে নিয়ে চুপ ছিলেন এই দম্পতি। অবশেষে চার হাত এক হলো। বিয়ের পর নবদম্পতি উঠবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি ভারতীয় রুপি।
শক্তিশালী ভূমিকম্প সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। তুরস্ক সিরিয়ার শহরগুলো যেন মৃত্যুদ্বীপ। চারদিকে শুধু লাশ আর লাশ। লাশের সারি বড় হতে হতে পাহাড়সম হচ্ছে। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৫০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহততের সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৮৩ জন। সিরিয়া ও তুরস্কের উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন দেশ থেকে উদ্ধার অভিযানে সহযোগিতার কথা বলা হয়েছে। তুরস্কের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বর্তমানে ২৪ হাজার ৪০০ উদ্ধারকর্মী উদ্ধার কাজে অংশ নিচ্ছে।
সোমবারের এই ভূমিকম্পে শুধু তুরস্কেই ৬০০০ বাড়িঘর ধসে পড়েছে। ২০০র মতো আফটার শক হয়েছে।
এখনও ধ্বংসস্তুপের ভেতরে আর্তকান্না শোনা যাচ্ছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
মৃত্যুর দোরগোড়া থেকে ভাগ্যজোরে বেঁচে ফেরা সেসব তুর্কি ও সিরীয়রা জানিয়েছেন তাদের ভয়াবহ দুঃস্বপ্নের গা শিউরে ওঠা বাস্তবতা।
তুরস্কের গাজিয়ানতেপ শহরের এরডেম রয়টার্সকে বলেন, ‘তীব্র ঝাঁকুনি। নিজেকে মনে হচ্ছিল কোলে থাকা একটি শিশু। যাকে ইচ্ছামতো দোলানো হচ্ছে। আমি আমার জীবদ্দশার ৪০ বছরেও এমন ভয়াবহ কিছু দেখিনি। আমাদের শহরের বোধহয় একটি লোকও এখন বাড়িতে নেই। রাস্তাই তাদের গন্তব্য। কেউ গাড়ি চালিয়ে খোলা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। কেউ রাস্তায়ই বসে আছে গাড়ির ভেতরে।
সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা সামের রয়টার্সকে বলেন, ‘বাড়ির দেওয়াল থেকে শখের চিত্রশিল্পটি পড়ে যায়। আমি খুব ভয় পেয়ে জেগে উঠি। এ যেন আমার জন্য এক দুঃস্বপ্ন।’ স্থানীয়রা জানান, তারা ভূমিকম্প টের পান ভোরে। সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা সামের রয়টার্সকে জানান, ভূমিকম্পের সময় বাড়ির দেওয়াল থেকে পেইন্টিং খসে পড়ছিল।
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কঙ্গনা রানাউত।একের পর এক ঝাঁঝালো মন্তব্যের কারণে সবার কাছে বিশেষ পরিচিত রয়েছে তার।
বলিউডের সহকর্মীদেরও কটু মন্তব্য করতে ছাড়েন না তিনি।তার মেজাজ আক্রমণাত্বক।
তেমনই বেজায় চটে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন তিনি। এবার কী অভিযোগ, কে তার নিশানায়?
কঙ্গনার এবারের অভিযোগটা গুরুতর। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে দাবি করেন, তার ওপর নজরদারি চালানো হচ্ছে। পরদিন সোমবার কঙ্গনা ফের লেখেন, ‘আমি রোববার নজরদারির অভিযোগ করার পর আজ দেখছি, কেউ আর আমার পিছু নিচ্ছে না।’
একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ সেই পোস্টের একাংশে তিনি লেখেন, ‘চঙ্গু মঙ্গু গ্যাং তোমরা দেহাতি কারোর মুখোমুখি বোধহয় হওনি কখনও। ভালোয় ভালোয় শুধরে যাও, না হলে ঘরে ঢুকে পেটাব। আর যাদের মনে হয় আমি পাগল তারা তো জানোই আমি পাগল, তবে কতটা পাগল সেটা তো জানো না।’
সোমবার ভোরে ঘড়ির কাঁটা স্থানীয় সময় অনুসারে যখন ৪টার ঘরে. ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার অধিকাংশ এলাকা।
১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।
প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া ও সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৭।
১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক ও সিরিয়া। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কোনো কোনো পরিবারে সব সদস্যের মৃত্যু হয়েছে। শোক পালন করার মতো আত্মীয়-পরিজন নেই অনেকের।
ভেঙে পড়েছে বহু বাড়িঘর। তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী এ ভূমিকম্পে নিহত বেড়ে চার হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউনুস সেজার জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত দুই হাজার ৯২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেছেন, এ পর্যন্ত ১৫ হাজার ৮৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে— ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার ৪৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতাবস্থায় তিন হাজার ৫৩১ জনকে উদ্ধার করা হয়েছে।
ভূকম্পের পরে বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মী এবং দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান। স্থানীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের ফলে তুরস্কে অন্তত দুই হাজার ৩৭৯ জন মারা গেছেন। গুরুতর আহত বহু মানুষ।
এ ঘটনা তুরস্কবাসীদের ১৯৩৯ সালের ভূমিকম্পের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। সেই ভূকম্পের ফলে প্রায় ৩০ হাজার মানুষ মারা গিয়েছিলেন।
গত ২৫ বছরে তুরস্কে মোট সাতবার ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ৭ বা তার বেশি ছিল। কিন্তু সোমবার মাঝরাতের এই কম্পন স্থানীয়দের মনে ভয় ধরিয়ে দিয়েছে।
বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক ও টুইটারে। এসব ভিডিওতে দেখা গেছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়োলু জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা সংস্থা তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। তবু আন্তর্জাতিক সাহায্যের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে আসবে বলে অনুমান করা যায়। তাদের এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার (ইআরসিসি)-এর কাছে সাহায্য চেয়েছেন সুলেমান।
দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে আজ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কিয়ারা আদভানি। অনুরাগীদের নজর এখন বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অনুষ্ঠানের দিকে।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে যখন আলোচনা চলছে, তখনই ভাইরাল কিয়ারার পুরনো একটি সাক্ষাৎকার।
সাক্ষৎকারে কিয়ারা বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা হতে চাই, যাতে সেই সময়টা আমি যা ইচ্ছে তাই খেতে পারি। যাক বাদ দাও, তবে আমি দুটো সন্তান চাই, আশা করি ঈশ্বর সেটি আমায় দেবেন।’
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— যদি যমজ সন্তান হয়, তা হলে কী করবেন? অভিনেত্রী বলেন, ‘তা হলে যেন ঈশ্বর আমায় একটি মেয়ে এবং ছেলে দেন।’
প্রথমে জানা যায়, রোববার সিদ্ধার্থ-কিয়ারার সংগীত ও মেহেন্দির অনুষ্ঠান হবে। এর পর ৬ ফেব্রুয়ারি বসবে বিয়ের বাসর। কিন্তু শেষ পর্যন্ত বদলে যায় বিয়ের দিন। বলিপাড়ার এই জনপ্রিয় জুটি ৬ তারিখ নয়, বরং আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন।
রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রসাদে বসছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। জানা গেছে, তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০। থাকছেন বলিউড থেকে দেশের গণ্যমান্য ব্যক্তিরা। নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতেই তারা সাতপাক ঘুরবেন।
হবু বর যতই পাঞ্জাবি হোন আর কনে যতই সিন্ধি— বিয়ে জমেছে রাজস্থানি সুরে। ইতোমধ্যে তাদের বিবাহ বাসর যেখানে বসবে, সেই সূর্যগড়ের প্রাসাদ সেজে উঠেছে। ক্যামেরায় ধরা পড়েছে রাজস্থানি গান-নাচ। তবে কেবলই রাজস্থানি নাচ-গান নয়, রাজস্থানের বিশেষ পুতুল নাচ দেখার ব্যবস্থা করা হতে পারে অতিথিদের জন্য।
জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত বেলজিয়ামের রানি মাথিলদা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ দেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে দেখা করার জন্য রানি সেখানে যাচ্ছেন।
বেলজিয়ামের রানি তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
বাংলাদেশে সফরের প্রথম দিন রানি নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস লিমিটেড নামে একটি গার্মেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। এই গার্মেন্টস ফ্যাক্টরি বৃহদাকার আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য পোশাক তৈরি করে থাকে। ফ্যাক্টরিটির এক-তৃতীয়াংশ জনবল নারী, যারা জাতিসংঘ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন (আইএফসি) পরিচালিত জেন্ডার সমতা ও রিটার্ন্স প্রকল্প (জিইএআর) এবং ‘কর্মজীবী মায়েদের’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বিশ্বের শীর্ষস্থানীয় ৪৭টি ব্র্যান্ড, নিয়োগকর্তা সমিতির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে, বেটার ওয়ার্ক প্রোগ্রামটি ৪৫০টি কারখানাকে সহযোগিতা করে, যা বাংলাদেশের ১.২৫ মিলিয়নেরও বেশি শ্রমিককে উপকৃত করেছে। এই কাজ জেন্ডার সমতা অর্জন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সমুন্নত রাখা এবং সবার জন্য জীবিকা ও শোভন কাজ বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখে।
বেলজিয়ামের রানি এই ফ্যাক্টরিতে কর্মরত কিছু নারী কর্মীদের সঙ্গে কথা বলেন ও শিশু-যত্ন সুবিধা পরিদর্শন করেন।