রাজধানীসহ সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।প্রায় দুই মাস পর দেশে আবারও শনিবার (১৯ জুন) শুরু হয়েছে প্রথম ডোজের কোভিড টিকাদান।
আজ শুধু মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণির লোকজনকেও টিকার আওতায় আনা হবে ।রাজধানীসহ সারাদেশেই চলছে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকাদান।
সকাল থেকেই রাজধানীতে ৪ কেন্দ্র ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী ও মুগদা মেডিকেলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি টিকা পেয়েছেন বেশকিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টিকার আওতায় রয়েছেন বাংলাদেশের মেডিকেল কলেজে পড়া বিদেশি শিক্ষার্থীরাও। টিকা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিগগিরই সরাসরি শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী। প্রতিষেধক পেয়ে সুরক্ষিত হয়ে অনেকে শিক্ষানবিশ চিকিৎসা কার্যক্রমে যোগদানের অপেক্ষায়। টিকা নিয়ে পাওয়া যায়নি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবরও।
তবে নিবন্ধন করে এখনো টিকা না পাওয়া ব্যক্তি, প্রবাসী কর্মী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ সংশ্লিষ্টসহ ১০ ধরনের ব্যক্তিকে সিনোফার্মের টিকায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও শনিবার এসব শ্রেণির কেউই টিকা পাননি। অনেককে ফিরে যেতে হয় কেন্দ্রে এসে।