প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় বেড়েছে মৃত্যু। হাসপাতালে শয্যা বাড়িয়ে করোনা সামলানো যাবে না।সবাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। না মানলে ফল আরও ভয়াবহ হতে পারে ।’ তিনি বলেন, ‘এজন্য রোগ প্রতিরোধ করতে হবে, আর যেন মানুষ আক্রান্ত না হয় সে ব্যবস্থা নিতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বারবার সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়গুলো সবাই জানে কিন্তু মানে না। মিছিল-মিটিং, ওয়াজ মাহফিল, বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ, পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট বন্ধ রাখতে হবে। এগুলো বন্ধে কঠোর হতে হবে। নয় তো সংক্রমণ ঠেকানো যাবে না।’সরকারি নির্দেশনা অবশই মানতে হবে।’
আমরা সবাই স্বাস্থ্যবিধি না মানলে ফল আরও ভয়াবহ হতে পারেঃ ডা. এ বি এম আবদুল্লাহ

daily update bd