হাজার মানুষ ভালবাসে
একশ মানুষ পায়,
নয়শ মানুষ সারা জীবন
কষ্ট পেয়ে যায়।
হাজার মানুষ স্বপ্ন দেখে
একশ মানুষ হাসে,
নয়শ মানুষ পরে থাকে
দুঃস্বপ্নের পাশে।
হাজার মানুষ লক্ষ্য রাখে
একশ মানুষ জেতে,
নয়শ মানুষ হারায় দুকূল
ডুবে যেতে যেতে।
হাজার মানুষ পথটা হারায়
একশ মানুষ ফেরে,
নয়শ মানুষ ভ্রান্ত পথে
হাটে ভুলের ভোরে।
আজ বিশ্ব কবিতা দিবস,বাপ্পী খান , ঢাকা