মিন্টু রহমান: ★ স্বরলিপি কি,কেন দরকার, কিভাবে তৈরি হয়, যিনি তৈরি করেন তার পদবী,এটা কি গবেষণা কর্ম কিনা ইত্যাদি বিষয়ে প্রাথমিক জ্ঞান অবশ্যই থাকতে হবে—নচেৎ শুদ্ব ও সঠিক ধারণা কখনো আশা করা যায় না। নিন্মে এক এক করে আমার নিজস্ব মতামত প্রদান করা হলোঃ—
★গানের ক্ষেত্রেই শুধু স্বরলিপি বা স্টাফ নোটেশন এর ব্যবহার হয়ে থাকে যার মাধ্যমে একটি সুর কে চিরকালের জন্য অবিকল ধরে রাখা সম্ভব।
★একটি পদ্ধতির মাধ্যমে স্বরবর্ণ ও ব্যন্জনবর্ণ ব্যবহার করে আকার মাএিক স্বরলিপি তৈরি করা হয়,যার জন্য অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হয়–স্টাফ নোটেশন একটি আন্তর্জাতিক পদ্ধতি, যার ক্ষেত্রে ও প্রশিক্ষণ গ্রহণ তো অবশ্যই লাগবে।
★ যিনি তৈরি করেন তাকে স্বরলিপিকার নামে অভিহিত করা হয়, তবে এটি কোন গবেষণার বিষয় নয়। বাংলা ও ইংরেজি টাইপ শেখা অথবা Computer এ MS Word প্রশিক্ষণ গ্রহণ করার মতো একটি সামান্য ট্রেনিং বলা যেতে পারে। সংগীত বিষয়ক কাজের সংগে সম্পৃক্ত বিধায় এর গুরুত্ব একটু বেশী–এছাড়া অনেক সম্মানীয় শিল্পী এই কাজ করেন বলে সবাই শ্রদ্ধার সাথে দেখে থাকেন— তবে বিষয়টি টাইপিস্ট বা কম্পিউটার টাইপিং ম্যন এর মতোই।
★ রবীন্দ্র সংগীতের সুরের কাঠামো ধরে রাখতে প্রথম থেকেই স্বরলিপি পদ্বতি চালু রয়েছে, তবে নজরুল সংগীত এর বেলায় প্রথম থেকে এই পদ্ধতি অনুসরণ না করায় অনেকে নানা রকম সুরে নজরুল সংগীত গেয়ে থাকেন, অবশ্য আকাশবাণী তে কলকাতার শিল্পীরা প্রথম থেকে এই ভুলটি শুরু করে। বাংলাদেশে আদি গ্রামোফোন ভিত্তিক সুদ্ধ বাণীও সুর অবলম্বনে নজরুল সংগীতের প্রথম স্বরলিপি তৈরি করা শুরু হয়।
★ পূর্ব পাকিস্তান আমলে জনৈক সুরাইয়া খলিল নামে একজন মহিলার একটি নজরুল সংগীত এর স্বরলিপি গ্রন্থ আমার দৃষ্টিগোচর হয়েছে, তবে সর্ব বাংলাদেশে প্রথম কলকাতায় নজরুল সান্নিধ্যধন্য গীরিন চক্রবর্তীর ছাএ, কণ্ঠশিল্পী ও সংগীতজ্ঞ জনাব মফিজুল ইসলাম নজরুল সংগীত স্বরলিপি গ্রন্থ তৈরি করে প্রকাশ করেন। এরপর চট্টগ্রামে বসবাসকারী সংগীতজ্ঞ জনাব এ,এইচ সাইদুর রহমান প্রনিত স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের পর নজরুল একাডেমী সর্বপ্রথম আদি গ্রামোফোন ভিত্তিক শুদ্ধ বাণীও সুরে নজরুল সংগীত স্বরলিপি গ্রন্থ “সুরলিপি ” শিরোনামে প্রকাশ করেছে। এখান থেকেই শ্রী সুধীন দাস এর স্বরলিপি হাতেখড়ি হয়, এজন্য নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তালিম হোসেন এর সহায়তা চিরস্মরণীয়।
★ সবশেষে ১৯৮৫ সালে সরকারি উদ্যোগে নজরুল ইন্সটিটিউট তৈরি হবার বেশ কয়েক বছর পর স্বরলিপি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
মিন্টু রহমান
সাধারন সম্পাদক, নজরুল একাডেমি, ঢাকা