হে মহান আল্লাহ পাক, রাব্বুল আলামিন!
তোমার নূরের আলোয় উজ্জ্বল আসমান ও জমিন।
তোমার মহা ভূ-মণ্ডলে অতি ক্ষুদ্র মোরা,
স্ব-মহিমায় জাগ্রত ,তোমার আসন জগৎ জোড়া ।
রোদ্দুরে পুড়ি, বৃষ্টিতে ভিজি, জোছনায় সুখে হাসি,
কতকিছু তুমি দান করেছ, তোমাকেই ভালবাসি ।
তোমার শক্তির একটি বিন্দু মহা সিন্ধু সম ,
দিয়েছো কত প্রেম ভালবাসা,দিয়েছো যে প্রিয়তম।
কুদরত তব বোঝা বড় ভার, দিয়েছো চোখের মণি
কর্ণ দিয়েছো বলেই আমরা ভালো মন্দ শুনি ।
মস্তকে কালো ঘন চুল দিলে বুকে দিলে মোহ মায়া,
অন্তরে যেন জাগ্রত থাকে, তোমার নূরের কায়া ।
আমরা হাটি মাটির পরে কোথা থেকে জল পড়ে?
দেখিনা কিছুই, অবিরত কেন গাছপালা শুধু নড়ে!
শুভ্র ধুসর ধোয়ার কুণ্ডলী কোথা যেন মিশে যায়,
সবকিছু প্রভূ বিকশিত হয় তোমার মহিমায় ।
“সৃষ্টিকর্তা ” -মোহাম্মদ মোকলেছুর রহমান
