কোন কথা নয় আজ রাতে মুঠোফোনে,
লেখা নয় মেসেন্জার, হোয়াটসঅ্যাপে
পুরনো দিনের মতো লিখে পাঠাবো চিঠি
সুগন্ধি মাখিয়ে দেব তার এক কোণে।
নীল রঙা কাগজ তোমার পছন্দ বলে
সেই কাগজের ওপরে লিখবো চিঠি
প্রাণের কথা অক্ষরে দেবো সাজিয়ে
হাওয়ায় ভাসা মেঘপুঞ্জের তালে।
করোনাকালের রাতের লকডাউনে,
অপেক্ষায় থাকি গভীর বিশ্বাসে
অচিরেই ঘুচবে এ তমসার রাত,
প্রভাত আসবে চেনা পাখীর কুজনে।
আসবে ফিরে শুচি এ বসুন্ধরায়
ফুল-ফল-ফসলের সূর্যস্নানে।