,
আকাশে আজ উড়ছে শকুন,
করছে চিৎকার!
ভাবিনি কখনো শুনবো এমন,
স্বজনের হাহাকার!
আম জনতা অতি সাধারণ
মোদের নেই বিকার!
চলছে যা চলুক, হচ্ছে হোক,
মোরা তো আছি বেশ!
ডুম্রু ডঙ্কা বাজনা বাজুক,
ছোঁয় নিতো কেহ কেশ।
মাঝ দরিয়ায় নৌকা বাওয়া,
ধানের ক্ষেতে মাতাল হওয়া,
রাত্রি হলে মাস্তি যাওয়া,
শুক্রু বারে কোরাস গাওয়া,
জীবন মানে এই তো ভায়া,
বাড়তি কিছু নেই যে চাওয়া।
তোমরা যারা স্বপ্নচারী,
নবীন যুগের পথ-দিশারী,
তাদের কাছে প্রশ্ন রাখি,
সিক্ত কেন মায়ের আঁখি?