শরৎ এলো রে!
সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ এলো,
মনের কোণে হাসিটুকু ছড়িয়ে দিলো
শরৎ এলো নদীপাড়ের কাশের দোলায়,
শরৎ এলো ভাসিয়ে নাও গঙ্গায় পদ্মায়।
শরৎ এলো ঝিরিঝিরি হাওয়ার সাথে,
গাছে গাছে পাখপাখালির গানে মেতে,
শরৎ এলো দূর্বাঘাসে শিশিরবিন্দু সাথে,
কিরণপ্রভা জড়ায় মায়ায় কোমল প্রাতে।
শরৎ এলো হাসনাহেনার গন্ধে মেতে,
ফুলে ফুলে পদ্মপুকুর ভাসে স্রোতে।
শরৎ এলো তালের পিঠার আমেজ এলো,
আমন ক্ষেতে সবুজ চারা নাচন দিলো।
শরৎ এলো নীল আকাশে চাঁদের আলোয়
শরৎ এলো আকাশ ভরা তারার মেলায়।
‘শরৎ এলো’ -আমীর জাহিদ
