“লজ্জাবতী লতা গো লজ্জাবতী লতা
আমায় শোনাবে কি তোমার মনের কথা
আছে তোমার সজীব দেহ আছে না কি মন
আছে কি কোন প্রিয় সুহৃদ বন্ধু আপন জন
অন্যের ছোঁয়া পেয়ে তুমি লাজে নুয়ে পড়
মন যদি না থাকে তবে কেন তুমি এমন
তরলজ্জাবতী লতা গো লজ্জাবতী লতা
লুকিয়ে আছে তোমার মনে কোন সে গোপন কথা
কাঁটা-ভরা দেহ নিয়ে প্রানটা রেখ মায়া ভরে
সজীব তুমি সতেজ তুমি স্পর্শকাতর অন্তরে
লজ্জাবতী লতা গো লজ্জাবতী লতা
নারীর মত তুমিও কি লুকাও মনের ব্যথা
দেখি সদা লজ্জা তোমার অঙ্গের ভূষন
তাই কি তোমার এত ব্রীড়ার ছোট্ট জীবন
লজ্জাবতী লতা গো লজ্জাবতী লতা
তুমি কেন থাক সদা লজ্জা অবনত
লজ্জাহীনা নারীও কি দেখে তোমায় এসে
লজ্জা তার অঙ্গভূষন জানিও তারে হেসে
লজ্জা তার নান্দনিকতা অরূপের সে দান
লজ্জাতে সে শ্রীময়ী তাতেই বাঁচে তার প্রান!!