চিরকাল কিশোর থাকাও
জটিল কিছুই নয়,
কিশোরী যদি ঊষালগ্নে
ঊষার রঙেই রাঙায়।
চিরদিন সমান থাকাও যায়,
যদিনা থাকে বৈভব-বিত্ত,
ত্যাজিয়া মানুষ, প্রকৃতি ভজিয়া
প্রকৃতি প্রেমে মজে চিত্ত।
মাখালে রঙ মুখে,
ফাগুন ধুইলে চলিয়া যায়
,রঙ,ঢং অঙ্গে থাকিলে,
ফাগুন এমনিতেই রাঙায়।
শাড়িতে নারী যত সুন্দর,
তত নহে বেনারসিতে,
পান্না,হিরায় নহে সোনার শাখায়,
অপরূপা কাঁচের চুড়িতে।
খোপায় পড়িলে ফুল,খোঁপা খুলে যায় ,
ঝরিয়া পড়ে পথ ধুলিতে,
খোলা কুন্থলই শ্রেয়, না সাধিলে বাদ,
খোপা খুলিতে।
আলতা পড়িয়া পায়ে মৃদু পায়ে চলো
আলতো করিয়া দেখো ছুঁয়ে,
আঁখির কাজলে নাম না লেখাই শ্রেয়
আঁখির জলেতে যাবে ধু’য়ে।
মতির মাল্য,স্বর্ণ,রৌপ্যে,
পতির মূল্য কি বা তাতে ;
পতির মূল্য যাচাই কঠিন,
জরোয়ার ঝুমকো জহরতে।
নাগরীর ঘাগরী যদি আগুন লাগায়
নাগরের ফুল ফাগুনের দিলে-
হর দিন,রজনী,মাস বছরই ফাগুন
বন,মন,পাহাড়,সাগর ঝিলে।
একদা বসন্ত আসিয়া ছিল সেই
সাতাশ বছর আগে,
সাতাশি বছরে আসে যদি ফের
দেখিব কেমন লাগে।
চিরকাল কিশোরী থাকাটা
কঠিন কিছুই নয়,
‘আশি আর বিশ’এ ও তো দেখি
কঠিন পিরিত হয়।
চিরযৌবনা উড়ে মৌবনে–
জীবন এমনও হয়,
চিরকিশোর-কিশোরীকে যদি
কৃষ্ণচুড়ায় রাঙায়।