শোনো বন্ধু শোনো!
প্রাণহীন এক জীবনের ইতিহাস;
বিশ্বাসহীন নিঃশ্বাসে তার
মর্গে বসবাস।
এখানে এক লাশের পাসে
মৃত মানুষে হাসে,
অন্যেরে খুন করিয়া ফাঁসে
আপন সর্বনাশে।
চারদিকে দেখি এ কি কারবার !
বারবার মরে মরা,
জ্যান্ত মরার ভান ধ’রে পড়ে
রয়েছি কি আর করা!
পাপী পরহেজগার বেহুশ
হায়েজ রক্ত শরাব পানে,
কাট্টা কাফের জান্নাতে যাবে
পিঠে চড়ে শয়তানে !
রঙবাজ রাজা রাজ্যের চোর
বাটপার বারোমাস
প্রজা প্রচুর চশমমখোর,
রাজ পাইক-পেয়াদা’র দাস।
এখানে যে যারযার, তার
পাপের স্বর্গবাসে
নরকঙ্কাল কাল রাত্তিরে
দাঁত বের ক’রে হাসে।
চোরাকারবারি সরকারি সব
সভাসদ, সভাপতি,
উজির, নাজির নজিরবিহীন
আধমরা সেনাপতি।
শোনো বন্ধু শোনো!
প্রাণহীন সামরাজ্যের ইতিকথা,
শ্বেতপাথর আর সোনার খাঁচায়
দারুণ মর্মব্যথা।