তুমিই নিয়তি লিখেছ প্রভু
সেই ত আমার ভাগ্যলিপি
আমি তোমার পথ থেকে
কোনদিন সরে যাই নি কভু
সমাজ সংসারের যাঁতাকলে
নিষ্পেশিত এ পোড়া জীবন
সইতে পারে না তার জ্বলন
বইতে পারে না তার পেষন
তুমি আহকামুল হাকেমীন
কর না তার নিরসন
তুমিই পূনর্মুল্যায়কারী তার
একমাত্র তোমাতে শেষ বিচার
নতুন করে লিখে দাও তকদীর
মিনতি করি অধম এ শ্রান্তবীর!!
!!মিনতি!! -নূর আল আলম

জনাব নূর আল আলম