আজি শ্রেষ্ঠ লোকের প্রাণনাশে
দুষ্ট লোকের প্রাণ হাসে
মনের সুখে গান গায় অবশিষ্ট লোকে উল্লাসে।
প্রাণ যায় প্রাণপ্রিয়ার তরে
প্রাণ টেকে না আপন ঘরে
স্বপ্নে বিভোর কখন আবার
অমাবস্যায় চাঁদ হাসে।
পালের গরু পাল ছেড়ে ঐ দূরদেশে
নামাজ পড়ে মুচকি হাসে দরবেশে।
দেখবো এবার কোন সে মাঝির নাও ভাসে।
কাল ছিল যে সিংহাসনে
আজ বসতি বৃন্দাবনে
কাল ছিল যার হাজার হাজার
আজ সে দু’এক পাই গোনে,
কাল ছিল যে প্রিয়ায় বুকে
মুখ গুঁজেছে মহা সুখে
আজ খাটিয়ায় চললো শুয়ে
মহা শ্মশান,গোরস্থানে।
এবার মহামারীর খেলা
কখন যে কার বিদায়বেলা
কেউ জানে না কবে আবার ফুটবে ফুল,
কারো আবার ফুটবে না ফুল
নড়বে না কেউ মোটে একচুল
নড়েচড়ে আবার কারো ভাঙবে ভুল।
ঘোল খেয়ে ঐ বোল বোলে দ্যাখ্ সরকারে
মিথ্যাবাদী মুখ ঢেকেছে দরকারে।
বুঝবে শেষে রয়না মুকুট
মিথ্যার উপর ভর ক’রে।
আজি মহাবিশ্বের ঘরে ঘরে কারবালা
খুব সহজে মিটবে না রে গা’র জ্বালা।
নাফরমানের ফরমানে এই জীবন যায়
কাল বুঝে ঐ কাকের মাংস কাকে খায়।
জয় জীবনের আসবে ফিরে
ফিরলে মানুষ ধীরে ধীরে
নয়তো এবার যাবার পালা
মাটির নীচের আস্তানায়।
মহাযাত্রায় শামিল হবে এই আশায়
মহামানব কেঁদে কেঁদে বুক ভাসায়।
একলা জীবন জয় হবে না,মন মাঝি!
তোমার বিচার হবে নিজ কাজের কাজী!
বিশ্বসেরা স্বার্থপরে নামাজ পড়ে
খোদায় হাসায়।