সাধের পাখি ধুলায় লুটায়
সাধ করে যারে পুষেছি,
তাহার সঙ্গে প্রেমমরদেহ
দাফন করিয়া এসেছি।
জীবনের যত পাওনা-দেনা
বুঝিগো মেটানো গেলনা
সাধ করে আর রঙ মাখিয়ে
‘ভালোবাসি’ বলা হল না।
আমারে কহিল কানে কানে সে,
হারিয়ে যেতে বনে যাবে সে
মুচকি হেসে রজকিনী বেসে
মনে ছিলো তার ছলনা।
ভালোবাসাহীন মোহ,নেশায়,
দীল দরিয়ার পাড় ক্ষয়ে যায়
মন যাতনায় নীরবে কাঁদায়
জোছনা জীবনে এলো না।
আমার মনের মাধুরি নিয়ে
সাজালো তাহারে সে,
বেদিল প্রেয়সী অবুঝ হইলো,
কলঙ্কিনী শেষে।
ঝরিয়া ধুলায় ঝরা পাতা সম
প্রেম নিয়ে আর খেলো না।