ভালো জীবন পেতে আগে ভালো মানুষ হও ;
সত্য সুপথ ধৈর্য সাহস ত্যাগের শপথ লও।
পারলে হতে ভালো মানুষ থাকবে না অভাব,
নিজে প্রথম বদলে ফেলি আপনার স্বভাব।
সব সাধনা পূর্ণ হবে ভালো মানুষ হলে,
চরণতলে সুখ লুটাবে দুঃখ যাবে চলে।
ভালো মানুষ সাদা মনের সহজ সিধে কথা,
সৃষ্টি সেরা মানব মনে দেয়না কভু ব্যথা।
তার ছায়াতে হয় নিরাপদ অন্য সকল জন,
সাদা কালো সবই ভালো দেখে দুই নয়ন।
ভালো মানুষ বড় সোজা পানির মতো সরল,
হাতে দিলে বিষের শিশি ভাবেই না এ গরল।
ভালো মানুষ তৃপ্ত সদা অল্প কিছু পেয়ে,
দেখে না সে কার কিবা ধন বেশি তার চেয়ে।
ভালো মানুষ যদি কেঁদে তুলে দুটি হাত,
কেঁপে ওঠে সৃষ্টিজগত আরশ মাখলুকাত।
ভালো মানুষ সত্যবাদী কায়মনে চায় যা,
যায় না বৃথা মিলবে সুফল আল্লাহ্ দেবেন তা।
ভালো মানুষ পথ ভুলে না, সরল পথে চলে,
দেয় না আঘাত, মিষ্টি মুখে সঠিক কথা বলে।
এই দুনিয়ায় ভালো মানুষ বাড়ুক সে সুজন,
গড়তে হবে সোনার জীবন, আলোকিত মন।