কিছু লোক চিরকাল,দোস্ত হ’য়ে ই রয়
কিছু লোক বন্ধু বেশে কাটা ঘায়ে নুন দেয়।
কিছু লোক দেয় না কিছুই,অকারণে পাতো হাত,
কিছু লোক উচ্চমানের,কিছু লোক নীচু জাত।
কিছু লোক বেজায় পেটুক,অল্পতে তার হয় না।
কিছু লোক নিত্য ভুখা,হাত পেতে কিছু চায় না।
কারো পথে কন্টক,কারো পথে বিছানো ফুল,
কিছু ভুলের হয় না ক্ষমা,সুন্দর কিছু ভুল।
কিছুকাল কারো দুঃখে কাটে,কিছুকাল সুখে,
কিছুকাল সহিসালামতে,কিছুকাল অসুখে।
কিছু লোক নির্বোধ,নিজের ভালো ও বোঝে না,
সুখের স্বর্গে ভাড়াটিয়া থাকে,আশেপাশে সুখ খোঁজে না।
কিছুকিছু মানুষ আছে,কারো কাছে অভিশাপ,
কিছু লোক দুঃখ সহে,চিরকাল ই নিষ্পাপ।
কিছু কথা,কিছু ব্যথা,কারো কাছে বলা যায় না,
কিছু লোক দুঃখ দিলে পাষাণ প্রাণেও শয় না।
কিছু কথা কয় না লোকে,লোকে জানে প্রতিদিন।
কিছু কথা কহিলেও কেউ শোনেনাকো কোনোদিন।
কিছু লোক কাছেই থাকে একেবারে চেনা যায় না।
কিছু লোকের মিষ্টি মুখে, অন্তরে হায়েনা।
‘বিভ্রাট’ -মোহাম্মদ মোকলেছুর রহমান
