লোডশেডিং এর অন্ধকারে,
তুমি, মোমের আলোর বাতি,
আলোর প্লাবন তোমার মূখে,
চাঁদ হয় আমার ঘরের অতিথী।
দিন যদি যায় কথা ছাড়া,
বোবা হয় যে মনটা,
গহীন মনে শোকের ছায়া,
বাজে যায় আমার দিনটা।
রাগের মাঝে যদি হাস,
মুক্ত ঝরাও সরলভাবে,
তাঁরা গুলো উপচে পড়ে,
সুখের আবেশ, দেয় যে ধরা,
পড়ি গোপনে, ভালোবাসার নামতা।
প্রেমের আলোয় স্নাত মোরা,
থাকব সুখে চিরকালটা।