মাটির মুর্তি;মতির মালার মর্ম বোঝেনা হায়
মুর্তির রূপকথা’র কাব্য লিখছি বিতৃষ্ণায় ।
এক কাল সখ,সুখে যায় এক কাল দুঃখে
সন্দেহপ্রবন মানুষেরা মরে মনের অসুখে।
প্রদীপ জ্বালাই নিশীথে যবে চাঁদ নিভিয়া যায়
স্বভাব এ চাঁদ জ্বলিয়া থাকে আমাবস্যায়।
আসমানে চাঁদ জ্বলছে তাহার নিজের নেইকো আলো
আমি অন্ধ দূরেই থাকি সেই তো অনেক ভালো।
কালের গর্ভে বিলীন হয়,যে কুলের গর্ব করে
ভুলের মাশুল দিয়াই চলে সে অতল গহ্বরে ।
তৃণভোজী প্রাণী প্রাণ বাঁচায় দুগ্ধ করিয়া দান
পান ক’রে দুধ সর্প করে বিষ দান নেয় প্রাণ।
অগাধ সম্পদ বিশাল ক্ষমতা শান্তি নাহি দেয়
লোভী লোক লোকে লোকে ধায় সিদ্ধান্তহীতায়।
ক্ষমতাসীন মমতাহীন দুঃখ বোঝেনা কারো
এত রঙ্গ রঙিন দুনিয়া,চাহে দাও আরো আরো ।
ক্ষমা নহে শুধু মুখের বুলি,কহিলেই হ’য়ে যায়
হাজার বছর নবীরা ছিলেন ক্ষমার প্রতিক্ষায়।
‘প্রচ্ছদ’ -মোহাম্মদ মোকলেছুর রহমান
