দায়িত্ব ও অধিকার দু’টি সম্পূরক
,দায়িত্ব ছাড়া অধিকার ভাবা নিরর্থক।
দায়িত্ব বুঝি সকলে তবে তা মানিনা,
অধিকার দাঁড়ালে দ্বারে ছাড়তে জানিনা।
স্বাধীনভাবে কথা বলা আমার অধিকার,
বেফাঁস কথা বলাও তেমনি অনধিকার।
অধিকার আমায় ঘিরে দায়িত্বের আড়ালে,
দেখা দেয় অধিকার দায়িত্বে যত্নবান হলে।
লেখা আমার অধিকার, মানতে হবে,
অসত্য লেখায় কখনো অধিকার না রবে।
লেখকের লেখায় বাধাদান দায়িত্বহীনতা,
যদি থাকে লেখার মাঝে সত্য, বাস্তবতা।
যথার্থ লেখায় তিরস্কার ও বাধাদান,
সত্যকে দিলো জলাঞ্জলি, নেই পরিত্রান।
পনেরোশো বছর আগের পবিত্র কোরআন
,বিশ্বকুলে পথ দর্শনে আজও মহীয়ান।
দায়িত্ব পালন করো মন পেতে অধিকার,
অধিকারের পূর্ব শর্ত দায়িত্ব অনিবার।
দায়িত্বে সদয় হও সদা নিষ্ঠা ও বুদ্ধিমত্তায়,
অধিকার ধরা দেবে তোমার হিতে সর্বদায়।