ছড়িয়ে দিলাম ভালোবাসার ফুলের রেণু সবার মাঝে ;
কুড়িয়ে নিও সকাল-দুপুর নিশীথ রাতে বিকেল-সাঁঝে।
ভুলে ভরা অন্ধ প্রেমের অথৈ জলে ডুবে ছিলাম,
সবার মাঝে সুখ-বসন্তে ভালোবাসার গোলাপ দিলাম।
ভালোবাসা মিষ্টি-মধুর, শান্তি সুখে সাগর ভরে,
ভালোবাসায় দিচ্ছি সঁপে হৃদয় মণি-মুক্তা করে।
সুখ-বসন্তে গোলাপ চেয়ে বিঁধলো কাঁটা যেদিন বুকে,
ভালোবাসার বীজ ছড়ালাম, ভরলো বাগান পরম সুখে।
ভালোবাসা অমূল্য ধন, যায়না পাওয়া যথা-তথা,
সুগন্ধি ফুল মন মাতানো, রঙিন আলোয় শ্রেষ্ঠ কথা।
আবেগমাখা ভালোবাসা মায়ের কাছে প্রথম শেখা,
ভালোবাসা পেলো যে জন, অমর হলো সবার দেখা।
সৃষ্টি মূলে ভালোবাসা, সৃজন হলো বিশ্বজাহান,
ভালোবাসার আধার তিনি দয়ার সাগর আল্লাহ্ মহান।
যায় না পাওয়া ভালোবাসা অর্থবিত্তে কে না জানে ?
আনন্দ-রস, বেহেশতি সুখ, প্রেমিক-সুজন সবাই মানে।
ভালোবাসা স্বর্গ সুধা, হৃদয় জুড়ে লালন করি ;
ভালোবাসা ধারণ করে ভালোর মাঝে জীবন গড়ি।
ভালোবাসা বুক ভরে নাও, প্রাণ খুলে গাও সুর মিলিয়ে,
ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্দিকে দাও বিলিয়ে।