বসিয়া রয়েছি গভীর রাত ঘুটঘুটে ঘন অন্ধকার
হে প্রিয় তোমার কটু দৃষ্টিতে রাখিওনা মোরে নজরে আর ।।
এসেছিনু ভেসে স্রোতের ফুল
তুমি করেছিলে কানের দুল
খানিক পরিয়া ফেলিয়া দিলে তুচ্ছ করিয়া স্রোতে আবার ।।
বুঝিলে না মোর প্রেমিক মন
তুমি কেন প্রিয় পাষাণ এমন ?
প্রেমহীনা বুঝি তুমি কেমন, বোঝো না মর্ম ভালোবাসার।।
এখানে স্বার্থ ভরা স্বজন কেউ কাহারো নহে আপন
মরন কালে জল দেয়না সুদ চক্রের জীবনযাপন।
বুঝিলে না মোর কি অভিমান
বুজিবে না তোমার দিল পাষাণ
আমার শত কবিতা-গান,বোঝার সাধ্য নাই তোমার ।।
‘গান’ -মোহাম্মদ মোকলেছুর রহমান
