নায়িকা বলেই নায়ক আমি
চাঁদ হ’লে পূর্ণিমা,
স্বপ্ন দেখো বলেই আমি
তোমার খোয়াবনামা।
চন্দ্র হলে আলো আমি
ভরা পূর্ণিমা’র রাত,
সহস্র এক আরব্য রাত
তোমার প্রাণ নাথ।
তুমি চন্দ্র হলে হাসিয়া হাসিয়া
তোমায় গ্রহণ করি,
আমার বক্ষে ধারণ করিয়া
লুটোপুটি খেয়ে মরি।
আকাশ-কুসুম কল্পনা আমি
তোমার কল্পলোকে,
শ্রাবণ ধারা বহিয়া চলি,
তোমার তৃতীয় চোখে।
তুমি গন্ধ ফুলের, গন্ধে আমি
কেবলই ছুটিয়া আসি,
ফুল নহে আমি ফুলের গন্ধই
ঢের বেশী ভালোবাসি।
তুমি আকাশ, চন্দ্র, তাঁরা
তোমার ভূবনে থাকি,
দলিতমথিত করিয়া চলি
অবশেষ, বাদবাকি।
তোমার মনের সূর্যালোকেই
আলোকিত করে মোরে,
তুমি আসমান থেকে জমিন