এ শহরের জমিনে যখনই পা ফেলি
তখনি ধমনী বয়ে বিদ্যুৎ চমকায়!
বাতাসের ঝাপটা এসে পাখনা দেয় মেলি
পথের ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়।
এই শহরে আসলে জরা চলে যায়।
কল্পনায় চোখে ভাসে সুখ স্মৃতিগুলি
মোর শৈশব কেটেছে ধুলোয় কাদায়,
কৈশোরে মেঘের সাথে করেছি মিতালী।
ফাগুনে কৃষ্ণচূড়ার রঙ ছড়িয়েছি
যৌবন-রঙে উদ্বেল হয়েছিল প্রাণ।
প্রৌঢ় বয়সে ঘাসের জমিনে হেঁটেছি,
আঙিনার আল্পনায় শিহরিছে মন।
শহরের ইটপাথরে পেতেছিনু শয্যা,-
জন্মেছি এই শহরে নেই তাতে লজ্জা।