আবার এসো ফিরে বাংলার বিদ্রোহী
ভেঙে ফেলো অযাচিত সিংহ দুয়ার,
সভ্য যুগে ধরার বুকে পিশাচের দল
মানবতা রুখে সব করছে চুরমার।
আবার এসো ফিরে বাংলার সাম্যবাদী
বিষের বাঁশি নয়, বাঁকা বাঁশের বাঁশি,
সুর মূর্ছনায় সম্বিৎ ফিরে পাক্ সকলে
অসহায়, সর্বহারা মুখে ফুটুক হাসি।
আবার এসো ফিরে বাংলার ধুমকেতু
শুভ্র শরতের এমন অপরাহ্ন বেলা,
তোমার হুঙ্কারে কেঁপে উঠুক আজি
হানাহানি আর নীরব দুশমনি খেলা।
আবার এসো ফিরে বাংলার সৈনিক
হাতে তোমার চকচকে নাঙ্গা তলোয়ার,
কণ্ঠে তোমার অসুর নিশ্চিহ্নের ধ্বনি
বিবেক, মনুষ্যত্বকে মুক্তি দিতে আবার।
আবার এসো ফিরে বাংলার প্রেমিক
প্রিয়তমার জন্য শিউলি মালা হাতে,
ধরণী ভরে উঠুক সুখ আর শান্তিতে
নতুন সূর্য উদয় হউক নিত্য প্রভাতে।
‘আবার এসো ফিরে’ -মোতালেব হোসেন
