ওরে, ও অবুজ মন,
তোর এই ক্ষুদ্র জ্ঞানে, বুঝবি কেমনে
পরম দেশের ধন।।
দিন কাটালি হেলায় খেলায়,
কি কিনলি তুই ভবের মেলায় ;
পান-ভোজন আর রঙ্গ-রসে,
মাতলিরে তুই অনুক্ষণ।।
বুজলি না তুই আসল নকল,
করলি তোর জীবন বিফল;
হারিয়ে গেলে পাড়ের কড়ি,
কাঁদবি বসে সর্বক্ষণ।।