কোথাও চলছে ড্রেন নির্মাণ কাজ, কোথাও নির্মিত হচ্ছে ফ্লাইওভার, কোথাও বিআরটিএ স্টেশন আবার কোথাও চলছে সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ। উন্নয়নে বিশাল এক কর্মযজ্ঞ চলছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গাজীপুর মহানগরীর শিববাড়ি পর্যন্ত।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের কাজ করছে বিআরটিএ। দীর্ঘ ৮ বছর ধরে চলছে এ প্রকল্পের কাজ। এ সময়ে মধ্যে মাত্র ৫৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখনো বাকি ৪৫ ভাগ কাজ।
মহাসড়কের কাজের ধীর গতির ফলে দুর্ভোগে আছে গাজীপুর সহ এই জেলার আশপাশের লাখো মানুষ। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি বড় বড় খানাখন্দ। রাজধানীর ট্রাফিক উত্তর বিভাগের বিশ্বরোড, এয়ারপোর্টে, উত্তরা, আব্দুল্লাহপুর সহ গাজীপুর বাসস্টেন্ড পর্যন্ত এবং টঙ্গী স্টেশন রোড থেকে মিরের বাজার এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুরে তীব্র যানজট লেগেই আছে দুই দিন ধরে। বিশ্বরোড থেকে টঙ্গী-ব্রিজ পার হতে সর্বনিম্ন সময় লাগছে প্রায় ৪ ঘণ্টার মতো।
বুধবার (১৬ জুন) সকালে ওই এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এয়ারপোর্ট থেকে বিআরটিয়ের আট লেনের উড়াল সেতুর কাজের জন্য বহুদিন ধরে এই এলাকায় যানজট লেগেই থাকতো। তবে এ বছরে বৃষ্টির শুরু থেকে সড়কে পানি জমে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়। ফলে এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, সেনা-কল্যাণভবন, পাখির হাট মোড়, স্টেশন রোড, চেরাগআলি, বাস্তহারা ও মুন্নুগেট পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।